মেসি না রোনাল্ডো, বিশ্বকাপে টিকিটের চাহিদাতে এগিয়ে কে?

মেসি না রোনাল্ডো, বিশ্বকাপে টিকিটের চাহিদাতে এগিয়ে কে?
19 Aug 2022, 02:15 PM

মেসি না রোনাল্ডো, বিশ্বকাপে টিকিটের চাহিদাতে এগিয়ে কে?

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো কয়েক মাস বাকি আছে। কিন্তু এখন থেকেই টিকিটের হাহাকার। টিকিট বিক্রি র নিরিখে এগিয়ে রয়েছে পর্তুগাল। রোনাল্ডোর ম্যাচ দেখার আগ্রহী তুঙ্গে দর্শকদের  ।কিছুটা পিছিয়ে রয়েছে মেসিরা। ফিফা জানিয়েছে, কাতার বিশ্বকাপে ৬৪টি ম্যাচ মিলিয়ে মোট ৩০ লক্ষ টিকিট রয়েছে। তার মধ্যে প্রথম ধাপে অনলাইনে প্রায় ২৫ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। শুধুমাত্র ৫ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে বিক্রি হয়েছে পাঁচ লক্ষ টিকিট। দর্শকদের আগ্রহ রয়েছে ব্রাজিল, পর্তুগাল ও জার্মানির ম্যাচ নিয়ে। ফিফা জানিয়েছে, ব্রাজিল বনাম ক্যামেরন, ব্রাজিল বনাম সার্বিয়া, পর্তুগাল বনাম উরুগুয়ে, জার্মানি বনাম কোস্টারিকা ও অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক ম্যাচের টিকিট বেশি বিক্রি হয়েছে।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা জানিয়েছে, আগে এলে আগে পাবেন ভিত্তিতে ৫ লক্ষ ২০ হাজার টিকিট ছাড়া হয়েছিল। যা এ সপ্তাহেই বন্ধ হয়েছে। সবচেয়ে বেশি টিকিটের চাহিদা ব্রাজিত বনাম সার্বিয়া এবং ব্রাজিল-ক্যামেরুনের ম্যাচ নিয়ে দেখা গিয়েছে। সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে আয়োজক কাতার এবং পার্শ্ববর্তী দেশ সৌদি আরব এবং আরব আমির শাহিতে। এছাড়াও আমেরিকা, ইংল্যান্ড, মেক্সিকো, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল এবং জার্মানির ফুটবল অনুরাগীরাও প্রচুর টিকিট কিনেছে।আয়োজক কাতার এবং ইকুয়েডরের ম্যাচ দিয়ে আগামী ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যে এই প্রথম বসতে চলেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর। সাধারণত জুন-জুলাইয়ে বিশ্বকাপ হলেও এই অঞ্চলের তীব্র গরমের কথা মাথায় রেখে এবার নভেম্বর-ডিসেম্বরে নেওয়া হয়েছে টুর্নামেন্ট।

Mailing List