মেসি এমবাপে জুটি ফ্লপ, হারল পিএসজি

মেসি এমবাপে জুটি ফ্লপ, হারল পিএসজি
16 Jan 2023, 02:30 PM

মেসি এমবাপে জুটি ফ্লপ, হারল পিএসজি

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: নতুন বছরের শুরুটা একেবারেই ভালো হচ্ছে না পিএসজির। সেই সঙ্গে জমল না মেসি এমবাপে জুটিও। রেঁনের কাছে হারল প্যারিস সাঁ জাঁ।

এ নিয়ে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই হারল ক্রিস্তফ গালতিয়েরের দল। এই হারে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে নড়চড় না হলেও দ্বিতীয় স্থানে থাকা লাঁসের সঙ্গে পিএসজির ব্যবধান কমে এসেছে তিন পয়েন্টে। লিগে একনম্বর স্থানে থাকলেও প্রতিপক্ষ রেঁনের বিরুদ্ধে সাঁ জাঁ কিন্তু সেরকম দাপট দেখাতে পারে না। পরিসংখ্যান তেমনটাই বলছে। আগের তিন বারের সাক্ষাতে এক বার ড্র হয়েছে সাঁ জাঁ-র সঙ্গে। বাকি দুটিতে হার মেনেছে নেসি-নেইমারের ক্লাব। এবারও প্যারিস সাঁ জাঁকে হার মানতে হল।বছরের শুরুর দিকে বন্ধু আশরাফ হাকিমিকে নিয়ে ছুটি কাটাতে বের হয়েছিলেন এমবাপ্পে। ফেরার পর এটিই ছিল দুজনের প্রথম ম্যাচ। ম্যাচের ৫৬ মিনিটে এমবাপ্পে ও হাকিমিকে একসঙ্গে বদলি হিসেবে মাঠে নামান পিএসজি কোচ। আক্রমণে ধার বাড়বে কী, এর নয় মিনিট পর উল্টো গোল খেয়ে বসে পিএসজি।

 পিএসজি গোল হজম করে বসে ৬৫ মিনিটে। রেঁনের হয়ে গোলটি করেন হামারি ট্রাওরে। অবশ্য় এর ঠিক পাঁচ মিনিট পরেই সমতা ফেরানোর সুযোগ পেয়ে গিয়েছিল পিএসিজ। মেসির কাছ থেকে বল পেয়ে এমবাপে একাই রেঁনের ডিফেন্সে কাঁপুনি ধরিয়ে দেন। লিগ আঁ-তে ১৯ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট এখন ৪৭। সমান ম্যাচে লাঁসের পয়েন্ট ৪৪। ৩৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে রেঁনে।

Mailing List