মেষ রাশিতে গমন করবেন বুধ! ভাগ্য খুলে যাবে এই তিন রাশির জাতক-জাতিকার

মেষ রাশিতে গমন করবেন বুধ! ভাগ্য খুলে যাবে এই তিন রাশির জাতক-জাতিকার
29 Mar 2023, 01:15 PM

মেষ রাশিতে গমন করবেন বুধ! ভাগ্য খুলে যাবে এই তিন রাশির জাতক-জাতিকার

আনফোল্ড বাংলা প্রতিবেদন: বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের গোচরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে গণ্য করা হয়। তার কারণ জ্যোতিষশাস্ত্র মতে, বুধ গ্রহকে যৌক্তিক ক্ষমতা, গাণিতিক বুদ্ধিমত্তা, ব্যবসা এবং অর্থনীতির কারক বলে মনে করা হয়। যার ফলে বুধ গ্রহ যখন কোনও রাশিতে গোচর করে, তখন তার প্রভাব বিভিন্ন রাশির মানুষের জীবনে এবং অর্থনীতিতে প্রভাব ফেলে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল যে, আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখে মেষ রাশিতে গমন করতে চলেছেন বুধ গ্রহ। যার প্রভাব সমস্ত মানুষের জীবনেই পড়বে। তবে ৩টি রাশির জাতক-জাতিকার জীবনে এর শুভ প্রভাব পড়তে চলেছে।

মিথুন রাশি- মেষ রাশিতে বুধের গোচর মিথুন রাশির জাতক-জাতিকার জন্য শুভ বলে প্রমাণিত হতে চলেছে। এই সময় মিথুন রাশির জাতক-জাতিকার আয় বৃদ্ধি পেতে পারে। তবে শুধু তা-ই নয়, সম্পত্তি, জমি অথবা যানবাহন কেনার কেনার যোগ তৈরি হতে পারে। চাকরির ক্ষেত্রে পদোন্নতির সুযোগ রয়েছে। শেয়ার বাজারে ভাল ফল করতে পারেন।

কর্কট রাশি- মেষ রাশিতে বুধের গমন কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ বলে প্রমাণিত হবে। এই সময় কর্মজীবন এবং ব্যবসায় সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। এমনকী কর্মজীবনে অনেক সুযোগ আসতে পারে। সেই সঙ্গে চাকরিজীবীদের পদোন্নতির যোগও প্রবল হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা এবং স্বীকৃতিও পাওয়া যাবে। বাবা এবং পরিবারের সাহায্য মিলবে।

মীন রাশি- বুধের এই গোচর মীন রাশির জাতক-জাতিকাদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। হঠাৎ করেই হাতে কিছু টাকাপয়সা চলে আসতে পারে। এমনকী আয় বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। যার ফলে এই সময়টায় মীন রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থানও মজবুত হবে। মিডিয়া, আইন-আদালত, শিক্ষা এবং মার্কেটিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টা দারুন হতে চলেছে। আবার এখন এঁদের শনির সাড়ে সাতি চলছে। যার ফলে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে এবং নিজের সিদ্ধান্ত সম্পর্কেও সতর্ক হতে হবে।

 

Mailing List