আজ থেকে পারদ পতন, ফিরছে মাঘের শীত

27 Jan 2022, 12:00 PM
আজ থেকে পারদ পতন, ফিরছে মাঘের শীত
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ঝঞ্ঝার পর্ব কাটিয়ে ফের মাঘের শীত ফিরছে বৃহস্পতিবার থেকেই। আপাতত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার কয়েকটি অংশে খুব হালকা বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দোপাধ্যায়। তবে উত্তুরে হাওয়ার গতিপথে আপাতত কোনও বাধা থাকছে না। আজ থেকে তাপমাত্রা নামতে নামতে চলতি সপ্তাহের শেষে পারদ পতন হতে পারে ১৩ ডিগ্রি বা তাঁর একটু নিচে।
আকাশ আজ থেকেই কিছুটা পরিষ্কার হতে থাকবে। আজ সকাল থেকেই শহর কলকাতায় মেঘ কাটার সঙ্গে সঙ্গে ঠাণ্ডা হাওয়ার রেশ আছে। রাতের দিকে তাপমাত্রা কিছুটা নেমে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এ শিলাবৃষ্টির সম্ভাবনার রয়েছে।



