জন্মদিনে গুজিবাবুকে শ্রদ্ধা জ্ঞাপন বঙ্কিম স্মৃতি সব পেয়েছির আসরের

জন্মদিনে গুজিবাবুকে শ্রদ্ধা জ্ঞাপন বঙ্কিম স্মৃতি সব পেয়েছির আসরের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্রয়াত বঙ্কিম বিহারী পালের (গুজি বাবুর) জন্মদিন পালন করা হলো বঙ্কিম স্মৃতি সব পেয়েছির আসরের পক্ষ থেকে। মেদিনীপুর পুরসভার সামনে রয়েছে গুজি বাবুর মূর্তি। সেখানে আসরের কর্মীরা গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসেন। অনুষ্ঠানে হাজির ছিলেন আসর সংঘমিত্র নিখিল দাস, কোষাধ্যক্ষ সুব্রত খাঁড়া, সাংস্কৃতিক সচিব স্বপন দত্ত, ক্রীড়া সচিব বীরেশ্বর ঘোষ, সুবীর দে সহ অন্যান্যরা।
প্রতিদিন বিকেলে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগের মাঠে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে শরীরচর্চা হয়। বিভিন্ন ধরনের ব্যায়াম, ড্রিল, ভঙ্গিগীতি, ছড়া, আবৃত্তি, নৃত্য শেখানো হয়। আগামী ৭ জুলাই আসরের ৪০ তম প্রতিষ্ঠা দিবস পালন হবে আসরের মাঠে। করোনা পরিস্থিতির কারণে আসরের কার্যক্রম বন্ধ থাকলেও চলতি বছরে মাঠ খুলতেই ভিড় করতে শুরু করে ছোট ছোট ছেলে মেয়েরা। বিদ্যাসাগর বিদ্যাপীঠ কর্তৃপক্ষের সহযোগিতায় প্রতিদিন শরীরচর্চা করতে অংশ নেন তারা।


