স্নাতকে ভর্তির হেল্প ডেস্কে টিএমসিপির সদস্য? বিতর্ক বিশ্ববিদ্যালয়ে

স্নাতকে ভর্তির হেল্প ডেস্কে টিএমসিপির সদস্য? বিতর্ক বিশ্ববিদ্যালয়ে
03 Jul 2023, 07:30 PM

স্নাতকে ভর্তির হেল্প ডেস্কে টিএমসিপির সদস্য? বিতর্ক বিশ্ববিদ্যালয়ে

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ চলছে ভর্তি প্রক্রিয়া। কিন্তু কাণ্ড এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি তাদের ওয়েবসাইটে স্নাতকস্তরে ভর্তির হেল্প ডেস্কে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের নাম ও ফোন নম্বর থাকায় বিতর্ক দেখা দিয়েছে। এদিন এসএফআইয়ের রায়গঞ্জ(Raiganj) বিশ্ববিদ্যালয়ের ইউনিটের তরফে এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়।
তবে বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের(SFI) ইউনিট সেক্রেটারি ব্রততী সেনগুপ্ত বলেন, 'নতুন শিক্ষাবর্ষে স্নাতকস্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হেল্প ডেস্কে যে ১০ জনের ফোন নম্বর দেওয়া আছে তাতে ৩ জন শুধুমাত্র স্টাফের ফোন নম্বর এবং বাকি ৭ জন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য'। অভিযোগ ওঠে, 'বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কীভাবে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের নাম ওয়েবসাইটে দিল। তারা এর বিরোধিতা করছেন। এখানে কোনও কলেজ ইউনিয়ন না থাকা সত্ত্বেও কেন একটি ছাত্র সংগঠনের সদস্যদের নাম রাখা হল। এই বিশ্ববিদ্যালয়ে তো আরও অনেক ছাত্র সংগঠন আছে।’ এসএফআইয়ের আরও দাবি, ওই বিজ্ঞপ্তি বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি দিতে হবে।
এদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, 'আমরা কোনও ছাত্র সংগঠনের সদস্য হিসেবে নাম ও ফোন নম্বর দিইনি। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হিসেবে নাম দিয়েছি। আজ যাঁরা ডেপুটেশন দিতে এসেছিলেন তাঁদেরও বলেছি, আপনারাও কয়েকজনের নাম দিন। এখানে যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হবে তাদের সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে মাত্র।’

Mailing List