এশিয়াডে মেহুলিদের হাত ধরেই প্রথম পদক এল ভারতের ঘরে

এশিয়াডে মেহুলিদের হাত ধরেই প্রথম পদক এল ভারতের ঘরে
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এশিয়াডের প্রথম দিন। আর দিনের শুরুতেই ভারতের জন্য সুখবর। এশিয়াডে ভারতের প্রথম পদক এল শুটিংয়ে। দেশকে রূপো এনে দিলেন মেহুলি ঘোষ, রমিতা ও আশি চৌকসে। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে রূপো পেলেন মেহুলিরা। তিনজনে দুরন্ত পারফরম্যান্স করে মোট ১৮৮৬.০ পয়েন্ট অর্জন করে। সোনা হাতছাড়া হল মেহুলিদের। প্রথম স্থানে শেষ করে চিন। এশিয়ান রেকর্ড গড়ে চিন ১৮৯৬.৬ পয়েন্ট অর্জন করে শীর্ষে শেষ করেন তাঁরা। এটাই এবারের এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক।
ভারতীয় মহিলা শুটারদের মধ্যে রমিতা এবং মেহুলি ৬৩১.৯ এবং ৬৩০.৮ স্কোর করে ব্যক্তিগত ইভেন্টের ফাইনাএলেও জায়গা করে নিয়েছেন। শনিবারই এশিয়াডের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। তার পরের দিনই ভারতীয় শুটারদের পদক প্রাপ্তি ভারতের স্বপ্নকে আরও উস্কে দিল।
অন্যদিকে ১৯তম এশিয়ান গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনাজয়ী চিনের হান জিয়াউ ৬৩৪.১ স্কোর করেছেন। এবং যোগ্যতা অর্জনের নতুন মাপকাঠি তৈরি করেছেন তিনি। পাঁচ বছরের পুরনো এশিয়ান রেকর্ড ভেঙে দিয়েছেন। উল্লেখ্য, চিনের তিন শুটারই সিঙ্গলসের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন।
পুরুষদের লাইট ওয়েট ডাবলস স্কালসে রুপো জিতলেন অর্জুন জাঠ লাল এবং অরবিন্দ সিংহ জুটি। পরে রোয়িং থেকে এল একটি ব্রোঞ্জও। পুরুষদের পেয়ার ইভেন্টে রোয়িংয়ের দ্বিতীয় পদক জিতলেন বাবু লাল যাদব এবং লেখা রাম। রোয়িংয়ের পুরুষদের আট জনের দলীয় ইভেন্টেও রুপো জিতেছে ভারত।


