মেদিনীপুর: শালবনির মধুপুর গ্রামে শহীদ তৃণমূল কংগ্রেসের কর্মী স্বরূপানন্দ দেব সিংহের স্মরণে শহীদ দিবস পালন

মেদিনীপুর: শালবনির মধুপুর গ্রামে শহীদ তৃণমূল কংগ্রেসের কর্মী স্বরূপানন্দ দেব সিংহের স্মরণে শহীদ দিবস পালন
24 Sep 2023, 06:40 PM

মেদিনীপুর: শালবনির মধুপুর গ্রামে শহীদ তৃণমূল কংগ্রেসের কর্মী স্বরূপানন্দ দেব সিংহের স্মরণে শহীদ দিবস পালন

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: ২৪ শে সেপ্টেম্বর ২০০০ সাল, শালবনি ব্লকের খাঁন্দীবাঁধ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে সিপিএমের হার্মাদ বাহিনি চড়াও হয় তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বদের উপর। বুক চিতিয়ে প্রতিবাদ করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব স্বরূপানন্দ দেবসিংহ। অভিযোগ, তৎকালীন সিপিএমের হার্মাদ বাহিনি গুলি করে হত্যা করে স্বরূপানন্দ দেবসিংহ কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গঠনের পর নেত্রীর আদর্শে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে শালবনিতে প্রথম শহীদ হন স্বরূপানন্দ দেব সিংহ, এবং তারপরে দীর্ঘ আন্দোলন এবং এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জঙ্গলমহলের এই ব্লকে ৭০ জনেরও বেশি তৃণমূল কংগ্রেস কর্মী সিপিএমের হার্মাদদের হাতে আক্রান্ত হয়ে শহীদ হন। প্রত্যেক বছরের মতো চলতি বছরেও শালবনি ব্লকের দেবগ্রাম অঞ্চলের মধুপুর গ্রামে। উল্লেখ্য, ২০১৫ সালে স্বরূপানন্দ দেবসিংহের আবক্ষ মূর্তিও স্থাপিত হয়।

এই বিশেষ দিনে রক্তদান শিবির এবং শ্রদ্ধাজ্ঞাপন সভার মাধ্যমে শালবনি ব্লকের দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে  শহীদ তর্পন ও শ্রদ্ধা নিবেদন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী এবং নেতৃত্ববৃন্দ। উপস্থিত ছিলেন শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ,  শালবনি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাত,  মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ,  মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি অসিত পাল,  শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা শালবনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম বেরা, এছাড়াও উপস্থিত জয়ন্ত কর সহ আরও ব্লক ও সমস্ত  অঞ্চলের নেতৃত্ব বৃন্দ। শহীদ দিবসের অনুষ্ঠানে উপস্থিত সকলেই স্বরূপানন্দ দেব সিংহ এর মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Mailing List