মেদি‌নীপুর: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন, স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

মেদি‌নীপুর: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন, স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
16 Sep 2023, 07:30 PM

মেদি‌নীপুর: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন, স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের দায়ে যাবজ্জীবন কারাদন্ড হল স্বামীর। এই নির্দেশ দিয়েছেন মেদিনীপুর আদালতের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকেরও দায়িত্বে থাকা ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সেলিম শাহী (Salim Shahi)। শনিবার তিনি এই নির্দেশ দেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী শক্তিপদ দাস অধিকারী।

আইনজীবী জানান, ২০১৭ সালে ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজার দিন লুসকি সরেনকে মারধর করার পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করার অভিযোগ ওঠে স্বামী বুকাই সরেনের বিরুদ্ধে। মৃতার ভাই সনাতন মান্ডি দাঁতন থানায় অভিযোগ জানালে পুলিশ বুকাইকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে।

আদালত সূত্রে জানা গিয়েছে, বছর ২০ আগে দাঁতন এর সাস্তানগর গ্রামের বুকাইয়ের সাথে বিয়ে হয়েছিল লুসকির। তার তিনটি পুত্র সন্তান রয়েছে। আদালতে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে শুক্রবার বুকাইকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। আইড়জীবী শক্তিপদ দাস অধিকারী বলেন, অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার একদিন পর বিচারক সাজা ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ১ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড। আসামী পক্ষের আইনজীবী অনুপম জানা বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।

Mailing List