মেদিনীপুর: সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরিতে যোগদান করলেন শালবনি জাগরণ ক্লাবের দুই মহিলা ফুটবলার

মেদিনীপুর: সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরিতে যোগদান করলেন শালবনি জাগরণ ক্লাবের দুই মহিলা ফুটবলার
16 Sep 2023, 07:40 PM

মেদিনীপুর: সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরিতে যোগদান করলেন শালবনি জাগরণ ক্লাবের দুই মহিলা ফুটবলার

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: জঙ্গলমহল কাপ ফুটবল প্রতিযোগিতায় ২০১৯ - ২০ এর চ্যাম্পিয়ন দল শালবনি জাগরন ক্লাবের সদস্যা হিসাবে শুক্রবার সিভিক ভলেন্টিয়ার এর চাকরিতে যোগদান করল মৌসুমী মুর্মু এবং বর্ণালী মাহাত।

এই নিয়ে শালবনি জাগরণের চ্যাম্পিয়ন দলের ( তিনবার জঙ্গলমহল চ্যাম্পিয়ন ) ৪২ জন মহিলা ফুটবল খেলোয়াড় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চাকুরীতে যোগদান করলো। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে মৌসুমী মর্ম্মু এবং বর্ণালী মাহাতো সিভিক ভলেন্টিয়ার পদে যোগদান করেন। যার ফলে শালবনি জাগরণ ক্লাবের ৪২ জন মহিলা ফুটবলার চাকরিতে যোগদান করল। তাই পশ্চিম মেদিনীপুর জেলার ক্রীড়া সংগঠক সন্দীপ সিংহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন সফল খেলোয়াড়দের যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন তা বিরলতম ঘটনা। এর ফলে ফুটবল সহ বিভিন্ন খেলায় জঙ্গলমহলের ছেলেদের পাশাপাশি মেয়েদের আগ্রহ আরো বাড়বে।

Mailing List