মেদিনীপুর: ঘাটালের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের উপসমিতি গঠনকে কেন্দ্র করে তৃণমূল-কংগ্রেস ও বিজেপির সংঘর্ষ, আহত দুই পক্ষের একাধিক, স্থগিত উপসমিতি গঠন

মেদিনীপুর: ঘাটালের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের উপসমিতি গঠনকে কেন্দ্র করে তৃণমূল-কংগ্রেস ও বিজেপির সংঘর্ষ, আহত দুই পক্ষের একাধিক, স্থগিত উপসমিতি গঠন
আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের পনেরটি আসনের মধ্যে বিজেপি আটটি ও সাত টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ওই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করে বিজেপি। সোমবার রাতে বিজেপির নির্বাচিত এক পঞ্চায়েত সদস্য রমা মন্ডল বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। যার ফলে ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হয় এবং বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারায়। তবে পঞ্চায়েতের আইন অনুযায়ী প্রধান যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে এখন অনাস্থা আনা যাবে না। আড়াই বছর পরে অনাস্থা আনা যাবে। বুধবার ছিল ওই গ্রাম পঞ্চায়েতের উপসমিতি গঠন। পঞ্চায়েত বোর্ড গঠনের পর উপ- সমিতি গঠনকে ঘিরে বুধবার দিনভর ধুন্ধুমার কান্ড চলল ইড়পালা এলাকায়। তৃণমূল ও বিজেপির দলীয় সমর্থকদের মধ্যে গন্ডগোলের জেরে আহত হল দুই দলের একাধিক কর্মী ও সমর্থক। হেনস্তার স্বীকার হতে হলো তৃণমূল কংগ্রেসের ঘাটাল ব্লক কমিটির সভাপতি কেও। বুধবার সকাল থেকেই কড়া পুলিশি ব্যবস্থা ছিল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। উত্তেজনা পুলিশ কড়া হতে দমন করলেও একসময় পুলিশকে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিতে হয়। যার ফলে আপাতত বুধবার স্থগিত হয়ে যায় উপ সমিতি গঠন। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকার ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।


