মেদিনীপুর: আজ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন, কর্মাধ্যক্ষ হতে পারেন কারা?

মেদিনীপুর: আজ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন, কর্মাধ্যক্ষ হতে পারেন কারা?
20 Sep 2023, 10:30 AM

মেদিনীপুর: আজ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন, কর্মাধ্যক্ষ হতে পারেন কারা?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: একবার দিন ঠিক হয়েও পিছিয়ে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন। আজ ফের স্থায়ী সমিতি গঠন হতে চলেছে জেলা পরিষদে। কিন্তু কারা হবেন স্থায়ী সমিতির সদস্য? কারা হতে পারেন কর্মাধ্যক্ষ? এ নিয়ে জোর জল্পনা। তারই সঙ্গে থাকছে নানা আশঙ্কাও। স্থায়ী সমিতি গঠনে আবার ভোটাভুটি হবে না তো? কারণ, বিভিন্ন জেলা পরিষদের ক্ষেত্রে এমন বিক্ষোভ দেখা গিয়েছে রাজ্যে। আর পশ্চিম মেদিনীপুর জেলায় পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনেও ভোটাভুটি হয়েছে কিছু ক্ষেত্রে। তা থেকেই এমন আশঙ্কা।

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ক্ষেত্রে প্রথম থেকেই একটি ব্যাপারে অবশ্য সকলেই নিশ্চিত। তা হল, এবার নাকি নতুন মুখ আসবে বিভিন্ন পদে। ইতিমধ্যেই জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন শেষ। তাতেও দেখা গিয়েছে তার ছাপ। পরপর দু’বার সভাধিপতি থাকা উত্তরা সিং কে সরে যেতে হয়েছে। পরিবর্তে আনা হয়েছে নতুন মুখ প্রতিভা মাইতিকে। সহ-সভাধিপতি পদেও নতুন মুখ আনার কথা ছিল বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তবে শেষ পর্যন্ত দলের প্রবীণ নেতা অজিত মাইতিকে সেই পদে রেখে দেওয়া হয়।

কিন্তু কর্মাধ্যক্ষ হবেন কারা? সূত্রের খবর, কর্মাধ্যক্ষ পদেও এবার নতুন মুখ আনা হবে। কাদের কর্মাধ্যক্ষ করা হতে পারে? সে ব্যাপারে ইতিমধ্যেই একাধিক তালিকা গিয়েছে রাজ্যের কাছে। সেই তালিকা ধরেই রাজ্য নেতৃত্ব ঠিক করবেন বলে জানা গিয়েছে। এখন দেখার কারা কোন কর্মাধ্যক্ষ হতে পারেন। স্থায়ী সমিতি গঠনের পরেই তা পরিষ্কার হয়ে যাবে ব‌লেই সকলের অনুমান।

Mailing List