মেদিনীপুর: মহারাজের ইস্পাত কারখানা, ফের আশায় বুক বাঁধছে শালবনির মানুষ  

মেদিনীপুর: মহারাজের ইস্পাত কারখানা, ফের আশায় বুক বাঁধছে শালবনির মানুষ   
16 Sep 2023, 06:45 PM

মেদিনীপুর: মহারাজের ইস্পাত কারখানা, ফের আশায় বুক বাঁধছে শালবনির মানুষ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ইস্পাত কারখানার আলোটা ফের জ্বলে উঠলো। ভেঙে যাওয়া স্বপ্নটা ফের জেগে উঠলো। আবার চোখ-মুখ উজ্জ্বল হয়ে উঠলো আসনাসুলি, জামবেদিয়া সহ ২৮ টি গ্রামের মানুষের।

হ্যাঁ, এটাই সত্য। পশ্চিম মেদিনীপুর জেলার শালবন‌িতে ইস্পাত কারখানা করার কথা ঘোষণা করেছিল জিন্দল গোষ্ঠী। এমনকী, সজ্জন জিন্দল ও তাঁর স্ত্রী সঙ্গীতা জিন্দলও হাজির হয়েছিলেন শালবনির সেই রুখুসুখু মাটিতে। তখন ছিল বাম জমানা। মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। অনেক ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন হয়েছিল। আর তা উদ্বোধন করে ফেরার পথে উড়ে গিয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ের একটি গাড়ি। তবে মুখ্যমন্ত্রীর শরীরে কোনও আঘাত লাগেনি। তারপর বহু জল গড়িয়েছে। ধীরে ধীরে ইস্পাত কারখানার স্বপ্নটা একেবারেই ভেঙে চুরমার হয়ে যায়, যখন পরবর্তীকালে সজ্জন জিন্দলের পুত্র পার্থ জিন্দল দায়িত্ব নেন। এবং ইস্পাত কারখানার পরিবর্তে রং কারখানা ও সিমেন্ট কারখানা করার কথা ঘোষণা করেন। এবং পতিত জমি ফিরিয়ে দেন।

আবার সেই শালবনীতে ইস্পাত কারখানা হবে ব‌লে আশা জেগেছে। কারণ, এবার সেই কারখানা করার কথা ঘোষণা করলেন মহারাজ। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেকথা তিনি ঘোষণা করলেন স্পেনের মাদ্রিদে। মাদ্রিদে বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। আর সেখানেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায় সেকথা জানিয়েছেন। না, শুধু কারখানা করবেন বলেই জানাননি। জানিয়েছেন, সেই কাজের জন্য প্রয়োজনীয় অনুমোদনও ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন তিনি। এই ব্যবসায় যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিজ্ঞতা রয়েছে সেকথাও জানিয়েছেন। তিনি নিজে মুখেই স্বীকার করেছেন দুর্গাপুর ও পাটনা তিনি তাঁর বন্ধুর সঙ্গে ইতিমধ্যেই এই ব্যবসায় যুক্তও রয়েছেন।

সেই ঘোষণার পর থেকেই আশায় বুক বাঁধছে জমিদাতা থেকে এলাকার মানুষেরা। নতুন করে শিল্প তৈরি হলে এলাকায় তৈরি হবে কর্মসংস্থান! গ্রামের যে সমস্ত যুবকেরা এখনো বেকার তাদের অন্ন সংস্থানের ব্যবস্থা হবে, আশাবাদী গ্রামবাসীরা। কারণ, এবার কোনও তথাকথিত শিল্প গোষ্ঠী নয়, এবার যে কথা দিয়েছেন ভারতীয় ক্রিকেটের মহারাজ।

এক নজরে শালবনীর ইস্পাত কারখানার অতীত ও বর্তমান

*বাম আমলে ইস্পাত এবং বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য ৪৩০০ একর জমি দেওয়া হয় জিন্দালদের।

*২০০৮ সালের ২ নভেম্বর জিন্দাল গোষ্ঠীর কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

*মুখ্যমন্ত্রীর ফেরার পথে কনভয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণ।  

*অবশেষে পরিকল্পনা বাতিল জিন্দলদের।

*২০১৪ সালে জিন্দালদের সরাসরি হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হয় শিল্প করতে হবে নতুবা অধিগৃহীত জমি ফিরিয়ে নেবে সরকার।

*বিকল্প হিসেবে ১৩৫ একর জমিতে সিমেনট কারখানা তৈরি করেন জিন্দালরা। ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তার উদ্বোধন করেন।

*ফিনিশিং স্টিল সৌর বিদ্যুৎ প্রকল্প কর্মী আবাসন ইত্যাদি মিলিয়ে ১২০০ একর জমি লাগার কথা ছিল জিন্দালদের

*১৫০ একর জমি হাতে রেখে বাকি জমি ফিরিয়ে দেওয়ার কথা জিন্দালদের।

*এবার এই জমিতেই তৈরি হওয়ার কথা সৌরভ গাঙ্গুলীর ইস্পাত কারখানা।

*এরপরই ফের আশায় বুক বাঁধছেন এলাকার মানুষ।

 

Mailing List