মেদিনীপুর: বিদ্যাসাগর উন্নয়ন পর্ষদের কাজের অগ্রগতি কেমন? বৈঠক করলেন জেলাশাসক

মেদিনীপুর: বিদ্যাসাগর উন্নয়ন পর্ষদের কাজের অগ্রগতি কেমন? বৈঠক করলেন জেলাশাসক
20 Sep 2023, 07:20 PM

মেদিনীপুর: বিদ্যাসাগর উন্নয়ন পর্ষদের কাজের অগ্রগতি কেমন? বৈঠক করলেন জেলাশাসক

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: ২০১৯ সালে ঘাটালের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ২০০ বছর জন্ম শত বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে বিদ্যাসাগর উন্নয়ন পর্ষদ গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ঘাটালের মহকুমা শাসক, বিডিও সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক দের সঙ্গে মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে বৈঠক করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক খুরশেদ আলি কাদেরি। তিনি জানান, বিদ্যাসাগর এর নামে সংগ্রহশালা, ছাত্রাবাস, শিশুশিক্ষা  কেন্দ্র, রাস্তা, পানীয় জল, বৈদ্যুতিক বাতি লাগানো সহ বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১১ কোটি টাকার প্রকল্পের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

পুরো ঘাটাল মহকুমা কে বিদ্যাসাগর উন্নয়ন পর্ষদের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তাই বিদ্যাসাগর উন্নয়ন পর্ষদের কাজের অগ্রগতি নিয়ে তিনি বুধবার মেদিনীপুরে তার কার্যালয়ে ঘাটালের মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়।

Mailing List