মেদিনীপুর: কাঁধে ঝুলছে হ্যান্ডমাইক, গ্রামে গ্রামে ঘুরছেন প্রধান শিক্ষক

মেদিনীপুর: কাঁধে ঝুলছে হ্যান্ডমাইক, গ্রামে গ্রামে ঘুরছেন প্রধান শিক্ষক
24 Mar 2023, 09:45 PM

মেদিনীপুর: কাঁধে ঝুলছে হ্যান্ডমাইক, গ্রামে গ্রামে ঘুরছেন প্রধান শিক্ষক

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: কাঁধে ঝুলছে হ্যান্ড মাইক। আর গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক। মাঝে মধদ্যে দাঁড়িয়ে পড়ছেন। মাইকে কিছু বলছেন। তা শুনে অভিভাবক বা ছাত্রছাত্রীরা এগিয়ে এলে তাঁদের সঙ্গেও কথা বলছেন বেশ।

তিনি হলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত। আর এই কাজের জন্য সুভাষ চন্দ্র দত্তকে দিল্লিতে শক্তি বাহিনী সংস্থা শুক্রবার সম্বর্ধনা জানাল। কারণ, হ্যান্ড মাইক নিয়ে স্কুল ছুটির পর স্কুলছুটদের স্কুলে ফেরাতে এবং বাল্য বিবাহ প্রতিরোধ করতেই তিনি যে মাইক নিয়ে প্রচার করেন। এমন শিক্ষক ক’জন মেলে এখন। পুরষ্কার পাওয়ার পর সুভাষচন্দ্র দত্ত বলেন, "আমার সমস্ত সম্মান বিদ্যালয়ের সকলের তথা মহারাজপুর, ঘাটাল ব্লক, ঘাটাল মহকুমার মানুষের। স্কুলের সকলের সহযোগিতা ছাড়া এই কাজ সম্ভব ছিল না।"

সরকারি প্রচার রয়েছে। সচেতনতা রয়েছে। তবুও বাল্য বিবাহ রোধ করা যায়নি। আটকানো যায়নি স্কুলছুট। তাই গাঁটের কড়ি দিয়ে নিজেই প্রধান শিক্ষক কিনে নেন হ্যান্ড মাইক। আর তা নিয়ে প্রচার করেন। স্কুল ছুটির পর প্রতিনিয়ত স্কুলের ছাত্রছাত্রীরা যে সমস্ত গ্রাম থেকে আসে সেই সমস্ত গ্রামের পৌঁছে যান প্রচার করতে। মহারাজপুর থেকে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্ম স্থান বীরসিংহ গ্রামের দূরত্ব প্রায় ২০ কিমি। ২০১৮ থেকে সুভাষ দত্ত বাল্য বিবাহ রোধে প্রচার চালিয়ে যাচ্ছেন। বাড়ি ঘাটাল শহরে সেখান থেকে ১২ কিমি দূরে। স্কুলে যাতায়াত করেন মোটরবাইকে। বর্ষা কালে ২২-২৩ কিমি ঘুরে যেতে হয়। ২০০১ সালে প্রধান শিক্ষক এর দায়িত্ব নেন সুভাষবাবু। তিনি জানান, তাঁর প্রচেষ্টায় এখনও পর্যন্ত ১২টা বিয়ে আটআতে সক্ষম হয়েছেন  তিনি। সম্প্রতি একাদশ শ্রেণীর এক ছাত্রীর বিয়ে আটকানোর জন্য পাশের ব্লকে খবর পাঠিয়েছেন তিনি। ওই ছাত্রী তার স্কুলের ছাত্রী। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ৫৫ জন স্কুল ছুট হয়ে পড়েছে। তার মধ্যে ২৫ জন ছাত্রী রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিয়ে হয়ে গিয়েছে। চলতি বছরে প্রথমের দিকে পরীক্ষা না দেওয়ায় খোঁজ খবর শুরু করেন স্কুল ছুটের ব্যাপারে। নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার সময়েও স্কুল ছুট দেখতে পেয়ে বাড়ি বাড়ি যেতে শুরু করেন প্রধান শিক্ষক। বাল্য বিবাহ প্রতিরোধ করতে হ্যান্ড মাইক নিয়ে প্রচার করতে গ্রামে যাচ্ছেন তিনি।

Mailing List