মেদিনীপুর: স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে গ্রামে গ্রামে ডেঙ্গু সচেতনতা, মৌপাল হাইস্কুলের কর্মকান্ডে বেজায় খুশি এলাকাবাসী

মেদিনীপুর: স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে গ্রামে গ্রামে ডেঙ্গু সচেতনতা, মৌপাল হাইস্কুলের কর্মকান্ডে বেজায় খুশি এলাকাবাসী
27 Sep 2023, 06:30 PM

মেদিনীপুর: স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে গ্রামে গ্রামে ডেঙ্গু সচেতনতা, মৌপাল হাইস্কুলের কর্মকান্ডে বেজায় খুশি এলাকাবাসী

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: স্কুলের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা! এমনটাই হল পশ্চিম মেদিনীপুর জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের উদ্যোগে ডেঙ্গি সচেতনতা বিষয়ক কর্মসূচি পালিত হলো ৯ নম্বর কাশিজোড়া অঞ্চলের ভুরসা গ্রামে। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। ভুরসা গ্রামে আক্রান্তের সংখ্যা ৪০ ছুঁই ছুঁই। এরকম সংকটময় পরিস্থিতিতে বিদ্যাপীঠের জাতীয় সেবা প্রকল্প, অনন্যা কন্যাশ্রী ক্লাব এবং আজাদ হিন্দ বন্ধুমহল যৌথভাবে এই কর্মসূচি পালন করলো। মাইক প্রচার, লিফলেট বিলি, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ, জীবাণুন্নাশক স্প্রে ছড়ানো  ৃকর্মসূচি পালিত হলো। আক্রান্তের সংখ্যা বেশি-- এমন পাড়াতে প্রচারের মাত্রা বাড়ানো হলো।

জাতীয় সেবা প্রকল্পের শতাধিক স্বেচ্ছাসেবক ছাড়াও অনন্যা কন্যাশ্রী ক্লাব এবং  আজাদ হিন্দ বন্ধু মহলের  শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। উপ সমিতির  ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ছাড়াও প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এই কর্মসূচিকে অংশগ্রহণ করেন। এই সচেতনতা সূচক কর্মসূচির সার্থক রূপায়নে ৯ নম্বর অঞ্চলের গ্রামীণ সম্পন্ন ব্যক্তিবর্গ সহ পঞ্চায়েত প্রতিনিধি নাজিম হোসেনও সক্রিয়ভাবে সহযোগিতা করেন। ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ সহযোগিতা উল্লেখযোগ্য। ছাত্রছাত্রীদের এ হেন কর্মকান্ডে বেজায় খুশি এলাকার মানুষ।

Mailing List