মেদিনীপুর: ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ছে জেলায়, এমন সময় বিশ্বকর্ম পুজোয় ঢাক বাজিয়ে কী প্রার্থনা করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সড়ঙ্গী?

মেদিনীপুর: ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ছে জেলায়, এমন সময় বিশ্বকর্ম পুজোয় ঢাক বাজিয়ে কী প্রার্থনা করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সড়ঙ্গী?
18 Sep 2023, 05:30 PM

মেদিনীপুর: ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ছে জেলায়, এমন সময় বিশ্বকর্ম পুজোয় ঢাক বাজিয়ে কী প্রার্থনা করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সড়ঙ্গী?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে জেলাজুড়ে। কারণ, শুধু আক্রান্ত হচ্ছে তা নয়, মৃত্যুর ঘটনাও ঘটেছে ডেঙ্গি আক্রান্তের। তার জ‌ন্য বৈঠকের পর বৈঠক করতে কার্যত ঘুম ছুটেছে স্বাস্থ্য দপ্তরের। তারই সঙ্গে চলছে ডেঙ্গু প্রতিরোধের নানা কর্মসূচীও। এক কথায়, এমন সময় চুড়ান্ত ব্যস্ততার মধ্যে কাটাতে হচ্ছে স্বাস্থ্য দফতরের কর্মীদের। আর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তো ব্যস্ততার বিষয়ে বলার অপেক্ষা রাখে না।

তবু বিশ্বকর্মা পুজোর দিন একেবারে অন্য মুডে দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর ষড়ঙ্গীকে। পুজোতে শুধু অংশ নিয়েছেন তা নয়, নিজে বাজাচ্ছেন ঢাকও। যো ভিডিও রীতিমতো ভাইরাল সমাজ মাধ্যমেও। সোমবার সকালে মেদিনীপুরে জেলা স্বাস্থ্য দপ্তরে বিশ্বকর্মা পুজোর আয়োজন করে দপ্তরের কর্মীরা। সেই পুজোতে অংশ নিয়ে ঢাক বাজান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তাঁকে সঙ্গ দেন অন্যান্য কর্মীরারা। এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে। শিল্প দেবতার পুজোর দিনে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর প্রার্থনা, সকল বাধা বিপত্তি থেকে সকলে মুক্তি পাক। সৌম্য শঙ্কর ষড়ঙ্গী জানান, সারা দিনই কর্ম ব্যস্ততার মধ্যে সহ কর্মীদের সাথে একটু আনন্দ করে নেওয়া। পুজো চলছিল। তখন উপস্থিত থেকে ঢাক বাজিয়েছি। তাছাড়া আমি সব সময় গান বাজনার সাথে যুক্ত থাকারও চেষ্টা করি। সরকারি একাধিক সচেতনতা মূলক কর্মসূচিতেও নিজের গলায় গান গেয়েছি।

Mailing List