ওষুধের দাম বাড়ছে পয়লা এপ্রিল, বাড়বে মধ্যবিত্তদের চাপ

ওষুধের দাম বাড়ছে পয়লা এপ্রিল, বাড়বে মধ্যবিত্তদের চাপ
29 Mar 2023, 03:30 PM

ওষুধের দাম বাড়ছে পয়লা এপ্রিল, বাড়বে মধ্যবিত্তদের চাপ

আনফোল্ড বাংলা প্রতিবেদন: গরিব ও মধ্যবিত্তকে চাপে ফেলে ১ এপ্রিল থেকে ওষুধের দাম আরও বাড়ছে। হার্টের অসুখের বিভিন্ন ওষুধ, যন্ত্রণানাশক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি–ইনফেক্টিভ (‌সংক্রমণ রোধী)‌–সহ সমস্ত ওষুধের দাম ১২ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে। 

পেইনকিলার থেকে অ্যান্টিবায়োটিকের পাইকারি মূল্যবৃদ্ধির হারের সূচক পরিবর্তন করে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি‌। গতবছর ওষুধের পাইকারি মূল্যবৃদ্ধির হার ১০.‌৭ শতাংশ বাড়িয়েছিল। এর ওপর বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থা দাম নির্ধারণ করে। জ্বর, উচ্চ রক্তচাপ, ত্বকের রোগ, রক্তাল্পতা–সহ প্রায় ৮০০–র বেশি ওষুধের দামের হেরফের হয়।

এনপিপিএ–র পদক্ষেপ অনুযায়ী ওষুধের দাম ১২ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে। দাম বাড়বে জীবনদায়ী, জটিল রোগের ওষুধপত্রেরও। অন্যদিকে কেমিস্টরা বলছেন, ওষুধ তৈরির কাঁচামালের দাম অনেক বেড়েছে। সে–সব জিনিস বিদেশ থেকে আমদানি করা হয়। এর ওপর বিভিন্ন শুল্ক, প্যাকেজিং–এর খরচপত্র তো রয়েছে। সব মিলিয়ে ওষুধের দাম বেড়েই যায়।

রোজকার জ্বালানি, রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে। এবার তার সঙ্গে পাল্লা দিয়ে ওষুধের দামও বাড়তে চলেছে। আমজনতার ওপর কেমন প্রভাব পড়বে?‌ উঠছে প্রশ্ন।

 

Mailing List