জিদানের পাশে এমবাপে, সরগরম ফরাসি ফুটবল

জিদানের পাশে এমবাপে, সরগরম ফরাসি ফুটবল
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: জিদানের পাশে দাঁড়িয়ে দেশের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধেই তোপ দাগলেন এমবাপে। যা নিয়ে সরগরম ফরাসি ফুটবল। জিদানকে উপেক্ষা করা নিয়ে এফএফএফ প্রধান নোয়েল লা গ্রায়েত এমন কিছু মন্তব্য করেছেন, যা এখন ফরাসি ফুটবলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
জিদানের মতো কিংবদন্তি খেলোয়াড়-কোচকে 'অসম্মানে'র বিষয়ে মুখ খুলেছেন এ সময়ে ফ্রান্সের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপে। জিদানের ব্রাজিলের কোচ হওয়া প্রসঙ্গে ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট বলেন, 'জিদান ব্রাজিলে? জিদানের যা মন চায় তাই করতে পারে।' গ্রায়েত আরও জানান, জিদানকে যে দেশের কোচ করা হবে সে বিষয়ে কখনওই তিনি ভাবনাচিন্তা করেননি। দেশঁকে সরিয়ে দেওয়ার পক্ষপাতীও তিনি কোনওসময়তেই ছিলেন না। এমনকী জিদান যদি তাঁকে ফোনও করতেন, তাহলে তিনি ফোনই ধরতেন না বলে জানিয়েছেন গ্রায়েত।
ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধানের এসব মন্তব্য ভালো লাগেনি এমবাপে। কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপে নিজের ক্ষোভের কথা বোঝাতে হাতিয়ার করেছেন টুইটারকে। ২৪ বছর বয়সী পিএসজি তারকা লিখেছেন, ‘জিদানই ফ্রান্স, কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’ বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছে ব্রাজিলের কোচ হতে পারেন কিংবদন্তি জিনেদিন জিদান। তবে জিদান চেয়েছেন নিজ দেশ ফ্রান্সের কোচ হতে। ধারণা করা হচ্ছিল— কাতার বিশ্বকাপ শেষে ফ্রান্সের দায়িত্ব নেবেন তিনি। কিন্তু দেশের ফুটবল ফেডারেশন বর্তমান কোচ দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে। ফলে এখনই ফ্রান্সের কোচ হওয়া হচ্ছে না জিদানের। ২০২০-২১ মৌসুমে সবশেষ রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন জিদান। চ্যাম্পিয়নস লিগজয়ী এ কোচ সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার প্রস্তাব না করে দিয়েছেন।


