ফিরতে হতে পারে রিজার্ভ বেঞ্চে, তবু পারফরম্যান্স শেষ কথা কুলদীপের

ফিরতে হতে পারে রিজার্ভ বেঞ্চে, তবু পারফরম্যান্স শেষ কথা কুলদীপের
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়েই তিরুবনন্তপুরমে গেল ভারতীয় দল। বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের একদিনের সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। সিরিজে ২-০ এগিয়ে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। শ্রীলঙ্কা সিরিজের পর ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওডিআই ম্যাচে সুযোগ হয় কুলদীপের। অবশ্য যুজবেন্দ্র চাহালের চোট কুলদীপকে দলে ফেরায়। আর নিজের চেনা মাঠে দাপটের সঙ্গে বোলিং করে গেলেন ভারতীয় এই স্পিনার। ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৫১ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। বলা ভালো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কুলদীপ। গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে যখন তিন উইকেটে নিয়ে ম্যাচের সেরা হন কুলদীপ, তখন নিজের সেরার পুরস্কারটি হাতে তোলার সময় বক্তব্য রাখতে গিয়ে চায়নাম্যান স্পিনার বলেন, "চাহালকে সব সময় আমাকে সাপোর্ট করে যায়। যেহেতু ও আগের কয়েকটা ম্যাচে এই ব্যাটারদের বিরুদ্ধে খেলেছে তাই ওর ধারণা রয়েছে যে তারা কেমন ব্যাটিং করে। সেই অনুযায়ী ওভার শেষ হওয়ার পর আমাকে মাঠের বাইরে থেকে উনি পরামর্শ দিয়ে গেছেন এবং আমি সেই অনুযায়ী বোলিং করে উইকেটও পেয়েছি।" তৃতীয় ওডিআই থেকে বাদ পড়বেন কি না, এই প্রশ্নের উত্তরে কুলদীপের জবাব, “গত একবছর ধরে আমি নিজের শক্তিগুলিকে আরও ধারালো করার চেষ্টা করছি এবং বেশি কিছু ভাবছি না। যখনই সুযোগ পেয়েছি, ভালো পারফর্ম করার বিষয়ে ভেবেছি। নিজের খেলাটা উপভোগ করি।


