পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে শান্তিপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি, আক্রান্ত পুলিশও

পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে শান্তিপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি, আক্রান্ত পুলিশও
12 Jun 2022, 01:02 PM

পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে শান্তিপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি, আক্রান্ত পুলিশও

 

কুহেলি দেবনাথ, শান্তিপুর

 

পানীয় জল নেওয়া কে কেন্দ্র করে কথা কাটাকাটি, হাতাহাতি। পরে ইঁট বৃষ্টি থেকে ব্যাপক বোমাবাজি! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হল পুলিশও। অবশেষে জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হল পুলিশকে। এমনকী,  করে ছোড়া হয় কাঁদানে গ্যাসও। উদ্ধার হল একাধিক তাজা বোমা। ঘটনায় পুলিশ কমপক্ষে কুড়িজনকে আটক করেছে।

এক কথায়, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল গোটা এলাকা। রবিবার সকালে ঘটনাটি ঘটল নদিয়া জেলার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরি ডাঙ্গা মেদিয়াপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে টাইম কলের জল নেওয়া কে কেন্দ্র করে মহিলাদের মধ্যে বচসা শুরু হয়। পরবর্তীকালে সেই বচসা পৌঁছায় হাতাহাতিতে। এর পরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় ইটবৃষ্টি। মুড়ি-মুড়কির মতো দুই পক্ষের তরফ থেকে বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট মহাকুমার এসডিপিও। বোমাবাজি এবং ইঁট বৃষ্টির জেরে আহত হয় চারজন পুলিশ কর্মী।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাঁদানে গ্যাস ছোড়ে। এরপরই ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করে। শুরু হয় ধরপাকড়। ঘটনায় কুড়ি জনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বহু তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এলাকায় বিশাল পুলিশবাহিনী টহলদারী করছে। ঘটনার জেরে এখনো উত্তপ্ত গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় শুরু হয়েছে পুলিশি টহল।

 

Mailing List