গরমের কুল ক্যাজুয়াল ফ্যাশন হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট! কবে থেকে উৎপত্তি হয় এই অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের, জানেন?

গরমের কুল ক্যাজুয়াল ফ্যাশন হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট! কবে থেকে উৎপত্তি হয় এই অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের, জানেন?
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বিমূর্ত শিল্পের ধারণা প্রথম উদ্ভূত হয় ইউরোপে, সেখান থেকে তা সমাদৃত হয়ে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। নবজাগরণের পরবর্তী সময়ে এবং উনিশ শতকের মাঝামাঝি সময় থেকেই উদ্ভূত হয় এই বিমূর্ত শিল্পের ধারণা। এই শিল্পে মিশে যায় কল্পনা এবং বাস্তবের ভাবনা। জ্যামিতি, রৈখিক গড়ন এসবই তুলে ধরা হয় এই অ্যাবস্ট্রাক্ট আর্টের মাধ্যমে। রোমান্টিসিজম, এক্সপ্রেশনিজম, ইমপ্রেশনিজমের মিলিত প্রভাব পড়েছিল এই বিমূর্ত শিল্প ভাবনায়। উনিশ শতকের শেষভাগ থেকে এই অ্যাবস্ট্রাক্ট আর্ট আরও বেশি করে সমাজে ছড়িয়ে পড়ে।
শিল্প এবং সমাজ ভাবনা প্রতিফলিত হয় ফ্যাশনে। পরবর্তীতে এই অ্যাবস্ট্রাক্ট আর্টও বিষয় হিসেবে বেছে নেন ফ্যাশন ডিজাইনাররা। ২০ শতক থেকে ফ্যাশনে তা তুলে ধরতে থাকেন ডিজাইনাররা। প্যারিসে এই শিল্প প্রথম জনপ্রিয় হয় এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। আর বর্তমানে ওয়াল পেন্টিং থেকে পোশাক এই বিমূর্ত আর্ট রয়েছে সর্বক্ষেত্রে। তবে এই ডিজিটাল প্রিন্টের সঙ্গে অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের ফারাক রয়েছে। ডিজিটাল প্রিন্টে অন্তত ৪ টি রং থাকে আর অ্যাবস্ট্রাক্ট প্রিন্টে একটাই রং থাকে।
দিন বদলেছে, মানুষের রুচিও বদলেছে। বেস রঙের পরিবর্তে অনেকেই অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট পছন্দ করছেন। গত দু বছর ধরে ফ্যাশনের আঙিনাতেও এই প্রিন্টের আনাগোনা বেড়েছে। শাড়ি, শার্ট, স্কার্ট, ড্রেস, টপে এখন থাকছে অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট। গরমের কুল ক্যাজুয়াল ফ্যাশনে অনেকেই বেছে নিচ্ছেন এই প্রিন্ট। মূলত সার্চিন বা সিল্কের উপর থাকছে এই আর্টট প্রিন্ট। সলিড বেস যেমন সাদা, নীল কিংবা গোলাপির সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করেই পরার ট্রেন্ড বেড়েছে। অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের টি-শার্টও রয়েছে। ডেনিমের সঙ্গে এই টি-শার্ট, সাদা ফ্রেমের সানগ্লাস হলে আর কিছুই লাগে না। এমনকী ফ্যাশন শো-তেও অনেকে থিম হিসেবে বেছে নিচ্ছেন এই প্রিন্ট।


