বহু অভিনেতাও ছুটে যান এই মন্দিরে! এমন কি মাহাত্ম্য আছে পশ্চিম মেদিনীপুর জেলার 'রসকুণ্ডর বাবা বসন্ত রায়' মন্দিরের?

বহু অভিনেতাও ছুটে যান এই মন্দিরে! এমন কি মাহাত্ম্য আছে পশ্চিম মেদিনীপুর জেলার 'রসকুণ্ডর বাবা বসন্ত রায়' মন্দিরের?
আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্যের এলাকাভিত্তিক জাগ্রত মন্দিরগুলোর মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের 'রসকুণ্ডর বাবা বসন্ত রায়' মন্দির। যেখানে বহু অভিনেতা-অভিনেত্রীরাও ছুটে যান মনস্কামনা পূরণের জন্য। গড়বেতা স্টেশন থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত রসকুণ্ড। যাঁরা গনগনির দিকে যাবেন, তাঁরা যাওয়ার পথে ঘুরে যেতে পারবেন এই মন্দিরে। চন্দ্রকোণা রোড থেকে এর দূরত্ব ৬ কিলোমিটার।
সারা বছর এই মন্দিরে দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। তাঁদের মধ্যে অনেকে আসেন বাতের ব্যথার মত রোগ সারানোর প্রার্থনা নিয়ে। যা বিভিন্ন জায়গায় চিকিত্সা করিয়েও সারে না। সেই বাত রোগও দূর হয় এই মন্দিরে। এই মন্দির থেকে ভেষজ ওষুধ দেওয়া হয়। মন্দির চত্বরে রেখে বাতের ব্যথার চিকিত্সা করানোর ব্যবস্থাও এখানে রয়েছে। প্রায় ১০০ রোগীকে চিকিত্সা করানোর ব্যবস্থা এখানে রয়েছে।
সোম থেকে রবি, বারের বিচার নেই। প্রতিদিন বহু ভক্ত এখানে শিবলিঙ্গে জল ঢালতে আসেন। আর, শ্রাবণ মাসে তো মন্দির চত্বরে তিল ধারণের জায়গা থাকে না। ভক্তদের ঢল নামে। একইরকম হয় চৈত্র মাসেও। শিবরাত্রিতে আলোকসজ্জায় সজ্জিত এই মন্দিরকে চেনাই দায় হয়ে পড়ে। এখানে বছরে একাধিকবার মেলা বসে। তার মধ্যে সবচেয়ে বড় মেলা বসে চড়ক বা গাজনের সময়। প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে।
মন্দির চত্বরের সামনে রয়েছে পুকুর। যার জল বেশ পরিষ্কার। সেই জলে হাত-পা-মুখ ধুয়ে অথবা স্নান করে ভক্তরা এই মন্দিরে প্রবেশ করেন। মন্দির চত্বরেই বিভিন্ন দামে সাজানো ডালা পুজোর জন্যে বিক্রি হয়। সেই ডালা অন্য কাউন্টারের মাধ্যমে পৌঁছে যায় মূল মন্দিরে। মনস্কামনা পূরণ হয় বলে অনেক বছর ধরেই বিশ্বাসের জোরে প্রতিদিনই বহু ভক্ত ভিড় জমান এই মন্দিরে।


