এনআরসি চালু করতে তৈরি মনিপুর সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এনআরসি চালু করতে তৈরি মনিপুর সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
01 Apr 2023, 08:45 PM

এনআরসি চালু করতে তৈরি মনিপুর সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম রাজ্য মণিপুরে এনআরসি চালু করতে প্রস্তুত রাজ্য সরকার। শুক্রবার এমনই ঘোষণা করলেন মণিপুরের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এই ঘোষণা করে প্রবীণ বিজেপি নেতা জানিয়েছেন, এর জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি প্রয়োজন। যা পেলেই তাঁরা রাজ্যে এনআরসি চালু করবেন। ইম্ফলে এক সাংবাদিক বৈঠকে এনআরসি প্রসঙ্গ ওঠে। জবাবে এন বীরেন সিং বলেন, এনআরসি কোনও রাজ্য সরকার নিজে থেকে চালু করতে পারবে না। এর জন্য কেন্দ্রের তরফে প্রয়োজনীয় অনুমতি লাগে।

সেই সঙ্গেই বিজেপি নেতা জানিয়ে দেন, তাঁরা ইতিমধ্যেই রাজ্যে এমএসপিসি বা মণিপুর স্টেট পপুলেশন কমিশন চালু করে দিয়েছেন। এই ব্যবস্থার মাধ্যমে শরণার্থীদের চিহ্নিতকরণের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। পরের ধাপে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে শরণার্থীদের শনাক্ত করা হবে বলেও জানান তিনি। সেই প্রক্রিয়াও শিগগিরই শুরু হবে বলেই দাবি করেছেন তিনি। তাঁর কথায়, রাজ্য সরকার এ নিয়ে একা কিছু করতে পারে না। তবে কেন্দ্রের অনুমতি আসার আগে যেটুকু কাজ এগিয়ে রাখা সম্ভব সেটা আমরা শুরু করে দিয়েছি। মণিপুরে রয়েছে মায়ানমার সীমান্ত। প্রায় ৩৯০ কিমি জুড়ে রয়েছে এই সীমান্ত। বহুদিন ধরে মায়ানমার থেকে শরণার্থীরা সীমান্ত টপকে মণিপুরে ঢুকে পড়ছে বলে অভিযোগ। যা নিয়ে মণিপুরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। এই আবহে মণিপুরের মুখ্যমন্ত্রী এবার জানিয়ে দিলেন আমরা এই সব শরণার্থীদের সবাইকে শনাক্ত করব। তারপর তাঁদের বহিষ্কার করব। এদের জন্য রাজ্যে নানা সমস্যা তৈরি হচ্ছে।

Mailing List