ভাষা দিবস পালন করেছে বাংলাদেশের হবিগঞ্জে ‘মানিক চৌধুরী পাঠাগার’

ভাষা দিবস পালন করেছে বাংলাদেশের হবিগঞ্জে ‘মানিক চৌধুরী পাঠাগার’
আনফোল্ড বাংলা ঢাকা ব্যুরো: হবিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ‘মানিক চৌধুরী পাঠাগার’। এই উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি (রবিবার) পাঠাগার ভবনে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুজ জাহের, পাঠাগারের দাতা সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুন, নারী মুক্তিযোদ্ধা ফারিজা খাতুন প্রমুখ।
এর আগে হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও পাঠাগারের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, মানিক চৌধুরী পাঠাগার হবিগঞ্জের স্থানীয় ভাষা সংগ্রামীদের বীরত্বের ইতিহাস তুলে ধরতে কাজ করছে বলে জানান, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তিনি এই মহতি কাজে হবিগঞ্জ জেলাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

