আম নিয়ে কুইজ, দেখুন‌ তো ক’টার উত্তর দিতে পারেন

আম নিয়ে কুইজ, দেখুন‌ তো ক’টার উত্তর দিতে পারেন
07 May 2023, 11:00 AM

আম নিয়ে কুইজ, দেখুন‌ তো ক’টার উত্তর দিতে পারেন

 

ড. সমরেন্দ্র নাথ খাঁড়া

 

১)'আম্র' শব্দটা প্রথম কোথায় পাওয়া যায়?

২) ফলের রাজা আম,আমের রাজা কি?

৩) আমকে বেদে কি বলা হয়?

৪) আমের জন্য 'পদ্মশ্রী' কে পেয়েছেন?

৫) চিনা ভাষায় আমকে কি বলা হয় ?

৬)সম্রাট আকবর আমকে কি বলতেন?

৭) ভারতবর্ষ ছাড়া আর কোন দেশের জাতীয় ফল আম?

৮) গৌতম বুদ্ধ কোন গাছের তলায় তপস্যা করতেন ?

৯) মাইকেল মধুসূদন দত্ত আমকে কি বলতেন?

১০) পুরাণ মতে আম খেয়ে কার জন্ম?

১১) মোগল সম্রাট বাবর আমকে কি বলতেন?

১২) সর্বপ্রথম কোন গ্রন্থে আমের জাতের উল্লেখ করা হয়েছে?

১৩) আমের ইংরাজী নাম Mango কত সালে ইংরাজী অভিধানে লিখিত হয়?

১৪) ষষ্ঠীতে অনুষ্ঠিত কোন পার্বনকে 'আমষষ্ঠী' বলা হয়?

১৫) 'চামার খায় আম' কার ছদ্মনাম ?

১৬)বাল্মীকি আমকে কি বলতেন?

১৭)কালো আমের উল্লেখ কোথায় পাওয়া যায়?

১৮)আমগাছ কোন দেশের জাতীয় গাছ?

১৯) ‘মাঘে বোল, ফাগুনে গুটি, চৈত্রে কাটিকুটি, বৈশাখে আটি, জ্যৈষ্ঠে দুধের বাটি’ - কার কথা?

২০) ‘ওমা ফাগুনে তোর আমের বনে, ঘ্রাণে পাগল করে...’  কার লেখা ?

২১) মাকন্দ, মধুদূত, মদির, সখ, কামাঙ্গ, মৃষালক সরস, অঙ্গনপ্রিয়, পিকবল্লভ - এই গুলো কিসের নাম ?

২২)দ্বারভাঙার কাছে ‘লাখবাগ’ বাগানে এক লাখ বিভিন্ন প্রজাতির আমের চারা কে লাগিয়েছিলেন ?

২৩)আমকে আরবিতে কি বলা হয় ?

২৪)' আ - আমটি খাবো পেড়ে ' কার লেখা কোন বইয়ে আছে ?

২৫) রামকৃষ্ণ পরমহংসদেব কোন গাছের তলায় কল্পতরু হন ?

 

                          .................

 

উত্তর : ১)বৃহদারন্যক উপনিষদে, ২) আলফানসো, ৩)দেবতাদের ফল, ৪)মালিহাবাদের হাজী কলিমুল্লা খান, ৫)ম্যাঙ কো, ৬) 'শের - ই - হিন্দুস্থান', ৭)ফিলিপিন্স, ৮) আমগাছ, ৯) রসালো, ১০) জরাসন্ধ, ১১) 'পোর - ই - হিন্দ', ১২)আবুল ফজলের লেখা ' আইন - ই - আকবরী তে(১৫৯০ খ্রিস্টাব্দে), ১৩) ১৬৭৩ সালে, ১৪)জামাইষষ্ঠী, ১৫) মোহিত লাল মজুমদার, ১৬)চুত , ১৭)মৎস্যপুরাণ ও বায়ুপুরাণ (যার রস পানে মানুষ অমরত্ব লাভ করে), ১৮)বাংলাদেশ, ১৯)খনার, ২০) রবীন্দ্রনাথ ঠাকুর, ২১) আম, ২২) আকবর, ২৩)আম্বাজ, ২৪) যোগিন্দ্র নাথ সরকার, হাসিখুশি বইয়ে, ২৫)আম।

                       .........................

লেখক: উপ উদ্যানপালন অধিকর্তা, পশ্চিমবঙ্গ সরকার।

Mailing List