ধরনা মঞ্চে সংবিধানে মাথা ঠেকিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণে মমতা

ধরনা মঞ্চে সংবিধানে মাথা ঠেকিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণে মমতা
29 Mar 2023, 06:20 PM

ধরনা মঞ্চে সংবিধানে মাথা ঠেকিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণে মমতা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ধরনা মঞ্চ থেকে ফের চড়া সুরে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে পূর্ব ঘোষণা মতোই বুধবার দুপুর বারোটা থেকে রেড রোডের আম্বেদকর মূর্তির নীচে ধরনায় বসেন তৃণমূল নেত্রী। ধরনা মঞ্চে তাঁর মন্ত্রিসভার প্রায় সব সদস্যই রয়েছেন। টানা ৩০ ঘন্টা চলবে এই ধরনা। এই ধরনা মঞ্চেই রাখা হয়েছে ভারতীয় সংবিধান। সেই সংবিধানেও এদিন মালা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সংবিধান তাঁরাই রাখে, যাঁরা তাকে সম্মান করে। মোদি সরকার সংবিধানকে সম্মান করে না। তাঁরা বিভিন্ন খাতে রাজ্যের টাকা আটকে রেখেছেন। রাজ্যের উন্নয়ন আটকাতে চক্রান্ত চলছে। রাজ্য বিজেপি নেতারা এই চক্রান্তে সামিল হয়েছেন।

তিনি বলেন, আমার দুটি দায়িত্ব। এক মুখ্যমন্ত্রী, আর একটি তৃণমূল সভানেত্রী। তিনি মুখ্যমন্ত্রী হিসেবেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসেছেন। তবে, এই ধর্না মঞ্চ হচ্ছে দলের ব্যানারে। ধরনা মঞ্চের পাশেই তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রীর অস্থায়ী অফিস। সেখানে থেকে ধরনার মাঝে তিনি প্রশাসনিক কাজও সারছেন। প্রায় ৩ ঘণ্টা পেরিয়ে গিয়েছে ধরনার। ক্রমশ ভিড় বাড়ছে মঞ্চে। এদিন বেলা ১২টার একটু পরেই মঞ্চে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বসার জায়গার পাশেই একটি টেবিলে ভারতীয় সংবিধান মাথায় ঠেকিয়ে সেখানে রাখেন মুখ্যমন্ত্রী। সংবিধানে মালা পরিয়ে দেন অরূপ বিশ্বাস। প্রথম কোনও কথা না বললেও, বেলা আড়াইটে নাগাদ মুখ খোলেন মমতা। বলেন, তিনি এখানে দ্বৈত ভূমিকা পালন করছেন। একদিকে রাজ্যের প্রশাসনিক প্রধান। অন্যদিকে দলনেত্রী। মমতার কথায়, যাঁরা সংবিধানকে মানে তাঁরা সংবিধান সঙ্গে রাখে। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের প্রতিবাদে এই ৩০ ঘণ্টা ধর্না কর্মসূচি চলবে। মঞ্চে তাঁর লেখা গান ও কবিতা চলছে। মমতার সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শশী পাঁজা,  ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, দোলা সেন, বীরবাহা হাঁসদার মতো রাজ্যের মন্ত্রীরাও। কিছুক্ষণ পরেই মঞ্চে পোঁছান জ্যোতিপ্রিয় মল্লিক, সৌগত রায়, বাবুল সুপ্রিয়রা। এই ধরনা উপলক্ষ্যে মধ্য কলকাতায় একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রন করছে পুলিশ।

Mailing List