কুস্তিগীরদের সমর্থনে রাজপথে মমতা, দিলেন পাশে থাকার বার্তা

কুস্তিগীরদের সমর্থনে রাজপথে মমতা, দিলেন পাশে থাকার বার্তা
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিবাদী কুস্তিগীরদের সমর্থনে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত কলকাতার ক্রীড়াবিদদের নিয়ে পদযাত্রা শুরু করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
কুস্তিগিররা ন্যায়বিচারের আশায় আন্দোলন করছেন, তাকে সমর্থন জানাতেই এই মিছিলের ডাক দিয়েছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। এদিন তিনি জানিয়েছেন, আগামীদিনেও কুস্তিগিরদের সমর্থনে একাধিক কর্মসূচি নেবেন তাঁরা। বৃহস্পতিবার গোষ্ঠ পালের মূর্তির নীচে মোমবাতি নিয়ে সমাবেশ করবেন ক্রীড়াবিদরা।কুস্তিগীরদের প্রতি আগেই নিজের সমর্থন জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার তারই অঙ্গ হিসাবে মহানগরীর রাজপথে মিছিলে অংশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি ঘোষণা করেন বৃহস্পতিবার গোষ্ঠ পাল মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে বুধবার বিশাল মিছিলে যোগ দেন বাংলার স্বনামধন্য ক্রীড়াবিদরা। সেখানে যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ও ক্রিকেটার মনোজ তিওয়ারি।
মঙ্গলবারই মমতা জানান, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে বাংলার ক্রীড়াবিদরা একজোট হয়ে এই মিছিলে অংশ নেবেন। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের প্রতিবাদকে স্বীকৃতি দিয়ে মিছিল করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল হল। যাতে অংশ নিলেন রাজ্যের ক্রীড়াবিদরা।
এদিকে টুইট করে প্রীতম কোটাল লিখেছেন, ”আমাদের দেশের কুস্তিগিররা লড়ছেন, লড়াই করার জন্যই তাঁদের জন্ম হয়েছে। কিন্তু এবার তাঁরা রিংয়ের ভিতরে লড়ছেন না, অথবা পদকের জন্যও নয়। এবার সুবিচারের আশায় তাঁরা রাস্তায় নেমে লড়ছেন। একজন অ্যাথলিট হিসেবে অ্যাথলিটদের জন্য এই প্রার্থনা করছি।”


