মালদহ জেলা পরিষদে কর্মাধ্যক্ষদের তালিকা প্রকাশ, কোন দফতরের দায়িত্ব পেলেন কে জেনে নিন

মালদহ জেলা পরিষদে কর্মাধ্যক্ষদের তালিকা প্রকাশ, কোন দফতরের দায়িত্ব পেলেন কে জেনে নিন
আনফোল্ড বাংলা প্রতিবেদন, মালদহ: তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের স্থায়ী সমিতির কর্মধ্যক্ষ পদে ৯ জন নির্বাচিত সদস্যকে দায়িত্ব বন্টন করা হলো। বৃহস্পতিবার দুপুরে মালদা জেলা পরিষদের কনফারেন্স রুমে সভাধিপতি লিপিকা বর্মন ঘোষের উপস্থিতিতে নির্বাচিত ৯জন সদস্যকে এই দায়িত্ব পদ বুঝিয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, দলের জেলার চেয়ারম্যান তথা বিধায়ক সমর মুখার্জি, ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলর তথা দলের জেলার সহ-সভাপতি বাবলা সরকার সহ তৃণমূলের নির্বাচিত ৩৪ জন সদস্যরা। এই সভার মাধ্যমেই সভাধিপতি একে একে নয় জন নির্বাচিত সদস্যদের নামে তালিকা ঘোষণা করেন এবং তাঁদের নির্দিষ্ট কর্মধ্যক্ষের পদ বুঝিয়ে দেওয়া হয়।
মালদা জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, মালদা জেলা পরিষদের অধীনস্থ বিভিন্ন দপ্তরের দায়িত্ব যারা পেয়েছেন তাদের নাম – বন ও ভূমি দফতরে আব্দুর রহমান, ক্ষুদ্র শিল্প ও অচিরাচরিত শক্তি দফতরে রেজিনা মুর্মু, খাদ্য দফতরে রিতা সিংহ, তথ্য ও ক্রীড়া ফজলুল হক, নারী ও শিশু দফতরে পূর্ণিমা বারুই দাস, মৎস্য দফতরে রেজাউল করিম বক্সী, পূর্ত দফতরে কবিতা মণ্ডল, সমবায় স্থায়ী সমিতি মহম্মদ ফিরোজ শেখ এবং শিক্ষা দফতরের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম।
উল্লেখ্য, এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৪৩ আসন বিশিষ্ট মালদা জেলা পরিষদের ৩৪টি আসন দখল করে তৃণমূল। বাকি ৫ টি আসন দখল করে কংগ্রেস এবং বিজেপি পায় ৪ টি আসন। কার্যত একক সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল জেলা পরিষদের বোর্ড আগেই গঠন করেছে। সভাধিপতি হয়েছেন লিপিকা বর্মন ঘোষ এবং সহকারি সভাধিপতি হয়েছেন এটিএম রফিকুল হোসেন। এরপরই স্থায়ী সমিতির কর্মধ্যক্ষদের নাম ঘোষণা করা হয়েছিল। এদিন সেই নয় জন তৃণমূলের নির্বাচিত সদস্যকে তাদের দায়িত্ব পদ বন্টন করা হয়।


