মালদা: বৃষ্টির জেরে জলমগ্ন এলাকা, ড্রেনেজ ব্যবস্থা বেহাল, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ বাসিন্দাদের

মালদা: বৃষ্টির জেরে জলমগ্ন এলাকা, ড্রেনেজ ব্যবস্থা বেহাল, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ বাসিন্দাদের
24 Sep 2023, 01:45 PM

মালদা: বৃষ্টির জেরে জলমগ্ন এলাকা, ড্রেনেজ ব্যবস্থা বেহাল, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ বাসিন্দাদের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, মালদহ:  রাতভর লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক এলাকার তুলসীহাটা অঞ্চলের নয়াটোলা গ্রামে। কার্যত ওই গ্রামে নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে রয়েছে। ৪-৫ দিন ধরে ক্রমাগত বৃষ্টির জেরে ওই গ্রামের ৮০০ পরিবার এখন জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। অবস্থা এতটাই বেগতিক মসজিদে নামাজ পর্যন্ত পড়তে যেতে পারছেন না স্থানীয়রা। এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে শাসক দলের নেতাদেরকে বারবার আবেদন নিবেদন করুক কোন ফল হয়নি। এমনকি দীর্ঘ কয়েক দিন ধরে জল দাঁড়িয়ে থাকার সমস্যা এলাকার প্রশাসনিক প্রধান বিডিওকেও জানানো হয়েছিল লিখিত আকারে। সেখান থেকেও কোন সাড়া না পাওয়ায়। রবিবার সকাল থেকেই তুলসীহাটা কুশিদা রাজ্য সড়ক অবরোধ করলেন ওই নয়া-টলা গ্রামের বাসিন্দারা। তাদের দাবি এই এলাকা থেকে অবিলম্বে বৃষ্টির জল নিকাশ না করলে পথ অবরোধ তোলা হবে না। পথ অবরোধের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায়। ঘটনার খবর এলাকায় ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আধিকারিকরা ওই অবরোধকারীদের কে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলেও তারা সাড়া দেননি। অবরোধকারীদের দাবি এলাকায় বিডিও এসে যতক্ষণ না পর্যন্ত জল নিকাশ করার স্থায়ী প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে। সকাল থেকে এই রাজ্য সড়ক অবরোধের জেরে বাংলা বিহার গামী প্রচুর গাড়ি রাস্তাতে দাঁড়িয়ে পড়ে।

Mailing List