Malda মালদহের রামকেলি মেলা নিয়ে প্রশাসনিক বৈঠকে নিরাপত্তায় জোর

Malda মালদহের রামকেলি মেলা নিয়ে প্রশাসনিক বৈঠকে নিরাপত্তায় জোর
নারায়ণ সরকার, মালদা
ঐতিহ্যবাহী রামকেলি মেলা (Ramkeli mela) নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল মালদা জেলা প্রশাসনিক ভবনে। বুধবার বিকেল চারটা নাগাদ বিভিন্ন দপ্তর, পুলিশ, মন্দির কমিটি, চেম্বার অফ কমার্স ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হয়। প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক গৌড়ে রামকেলি মেলা। আগামী ১৬ ই জুন প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে রামকেলি মেলার। সাত দিন ধরে চলবে এই মেলা। নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনিক বৈঠকে আলোচনা করা হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ যাদব, মহকুমা শাসক পঙ্কজ তামাং, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, জামিল ফাতেমা জেবা, পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিক সহ মেলা কমিটির সদস্যরা। এই দিনের বৈঠকে রামকেলি মেলার নিরাপত্তা, পুলিশ প্রশাসনের ভূমিকা, সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।


