মালদার স্কুলে মিড ডে মিলে মুরগির মাংস দেওয়া শুরু

মালদার স্কুলে মিড ডে মিলে মুরগির মাংস দেওয়া শুরু
নারায়ণ সরকার, মালদা
রাজ্য সরকারের নির্দেশে সপ্তাহে একদিন মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের খাওয়াতে হবে মুরগির মাংস। সেই নির্দেশের জেরে বুধবার মালদা জেলার বিভিন্ন স্কুলে মিড ডে মিলে খাওয়ানো শুরু হয় মুরগির মাংস। আর মিড ডে মিলে মুরগির মাংস পেয়ে বেজায় খুশি স্কুল পড়ুয়ারা।
এদিন মালদা শহরের বিনয় সরকার রোড এলাকায় অক্ষরমনি করোনেশন উচ্চ বিদ্যালয়েও মিড ডে মিলে মুরগির মাংস খাওয়ানোর ব্যবস্থা করা হয়। স্কুল পড়ুয়াদের মধ্যে পুষ্টি বাড়াতে রাজ্য সরকারের এই উদ্যোগ। পাতে মাংস পেয়ে খুশি স্কুল পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা। এদিন বিভিন্ন স্কুলের রান্নাঘর এবং পরিবেশও খতিয়ে দেখেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা।
শিক্ষক উৎপল গুণ জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এবার থেকে মিড ডে মিলে প্রতি বুধবার খাওয়ানো হবে মুরগির মাংস। মিড ডে মিলে মাংস পেয়ে উৎসাহিত পড়ুয়ারাও।


