Malaika Aroraমালদ্বীপে মালাইকা ধামাকা, ছবি দেখে উত্তাল সকলে

Malaika Aroraমালদ্বীপে মালাইকা ধামাকা, ছবি দেখে উত্তাল সকলে
05 Dec 2021, 09:15 PM

মালদ্বীপে মালাইকা ধামাকা, ছবি দেখে উত্তাল সকলে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন অভিনেত্রী মালাইকা অরোরা। এই মুহূর্তে বিশেষ বন্ধু অর্জুনের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন মালাইকা। ছুটি কাটানোর সেই মুহূর্তই ধরা পড়ল মালাইকার সোশ্যাল পেজে।

 

মালাইকা বরাবরই ফ্যাশন দুরস্ত। এমনকী, নতুন নতুন পোশাক পরে নিজেকে মেলে ধরতে খুবই পছন্দ করেন তিনি। সম্প্রতি এক ফ্যাশন শোয়ে অংশ নিয়ে বোল্ড লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। ২০১৮ তে প্রথম ডেটিং শুরু করেন মালাইকা-অর্জুন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত তাঁদের দেখা যায় ঘনিষ্ঠ অবস্থায়।

 

ads

Mailing List