ব্রালেট লহেঙ্গায় উজ্জ্বল মালাইকা! আপনিও বন্ধুর বিয়ের পার্টিতে সাজুন এভাবে

ব্রালেট লহেঙ্গায় উজ্জ্বল মালাইকা! আপনিও বন্ধুর বিয়ের পার্টিতে সাজুন এভাবে
26 Jul 2023, 08:00 PM

ব্রালেট লহেঙ্গায় উজ্জ্বল মালাইকা! আপনিও বন্ধুর বিয়ের পার্টিতে সাজুন এভাবে

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ সোশ্যাল মিডিয়া নিত্য নতুন সেনসেশন হিসেবে হাজির হন মালাইকা। সম্প্রতি নীল ব্রালেট লহেঙ্গায় নেটপাড়ার মন জয় করেছেন মালাইকা অরোরা। নিজের জীবনযাপন, যোগাভ্যাস, ফ্যাশন নিয়ে প্রায়ই থাকেন টাইমলাইনে। তাঁর ফ্যাশন, টান টান শরীরে কাবু অনেক অনুরাগী।
এই ভারী এমব্রয়ডারি কাজ করা লহেঙ্গায় আছে প্রকৃতির সব নীল(blue)। তার সঙ্গে মানানসই ব্রালেট। এথনিক সাজের এই ভিডিয়োটি মালাইকা(malaika) পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
আপনার প্রিয় বন্ধুর বিয়েতে মালাইকার মত সেজে তাক লাগিয়ে দিতে পারেন অনায়াসেই। আপনিও জাঁকজমকে ভরা এই লহেঙ্গা পরতে পারন, সঙ্গে খুব বেশি গয়না পড়তেই হবে না। হিরের স্টাড আর একটা রিস্টলেটই যথেষ্ট। চুলে থাকবে ব্রেডেড মেসি বান। আর মেকআপে থাকবে গোলাপি আভা। ভ্রূয়ের টান, নিখুঁত চিকবোন আর ঠোঁট ন্যুড পিংক। চোখে আইলাইনারের সুক্ষ্ণ উইংগস, আর পাতায় কার্লিং মাসকারা। হাইলাটারে একটু শিমার। তবে সাজ যেন খুব বেশি উজ্জ্বল না হয়।
মালাইকার মত এই সাজপোশাকের সঙ্গে প্রাণখোলা হাসি আর মনে একটু আত্মবিশ্বাস থাকলেই হবে। আপনিও হয়ে উঠবেন নজরকাড়া।

Mailing List