Makeup Tips: সেলেব নো–মেকআপ লুক চাই? রইল খুঁটিনাটি!

Makeup Tips: সেলেব নো–মেকআপ লুক চাই? রইল খুঁটিনাটি!
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ অফিসের সাজ হোক বা গ্ল্যামারাস সন্ধের লুক– সব জায়গাতেই বাজিমাত হোক নো-মেকআপ লুকে।
নো-মেকআপ লুকের চাবিকাঠি রয়েছে রোজকার রূপ রুটিনেই। ক্লিনজিং এবং ময়েশ্চারাইজ তাই করতেই হবে। হালকা হাইড্রেটিং প্রাইমার ব্যবহার করুন। এই স্কিনকেয়ার রুটিন শুধুমাত্র আপনার ত্বককে প্রস্তুত করে না। বরং আপনার মেকআপকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।
টিন্টেড ফাউন্ডেশন মেকআপের লক্ষ্য হল প্রাকৃতিক ত্বককে উজ্জ্বল করা। এয়ারব্রাশ ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। কিংবা স্পঞ্জ দিয়ে ভাল করে ফাউন্ডেশন ব্লেন্ড করে নিন। ত্বকের ধরন ও টোন অনুযায়ী বেছে নিন শেড।
এরপর একটি হালকা কনসিলার দিয়ে মুখের কালো দাগ এবং চোখের নিচের ডার্ক সার্কল ঢেকে ফেলুন।
আপনার ন্যাচারাল চুলের রঙের কাছাকাছি একটি শেড (Shade) বেছে নিয়ে আইব্রো নিপুণ করে নিন। পেন্সিল বা পাউডার ব্যবহার করুন। প্রাকৃতিক চেহারা জন্য নরম স্ট্রোক দিন। মুখের গড়ন অনুযায়ী শেপ ঠিক করুন।
এরপর প্রাকৃতিক ফ্লাশের জন্য নরম গোলাপী বা পীচ টোনের ক্রিম ব্লাশ বেছে নিন। হাসুন এবং আপনার গালের ফোলা অংশে ব্লাশ লাগান। এরপর এটিকে উপরের দিকে মিশিয়ে দিন।
নরম বাদামী শেড বেছে নিন আইশ্যাডোর (Eyeshadow)জন্য। মাস্কারা ব্যবহার করতে ভুলবেন না। আইলাইনার এড়িয়ে যান। কালোর পরিবর্তে বাদামী পেন্সিল ব্যবহার করুন কাজলের জন্য।
ঠোঁটের জন্য নরম শেড বাছুন। পীচ, পিংক বা যে কোনও ন্যুড শেড। সকালে শিমার ব্যবহার করবেন না। রাতে একটু গ্লস লাগাতে পারেন।
সবার শেষে মেকআপ স্প্রে দিয়ে সেট করে নিন।


