Makeup:ট্রেন্ডি চিক হেয়ারস্টাইলে বদলান লুক! রইল টিপস!

Makeup:ট্রেন্ডি চিক হেয়ারস্টাইলে বদলান লুক! রইল টিপস!
28 Jul 2023, 02:30 PM

Makeup:ট্রেন্ডি চিক হেয়ারস্টাইলে বদলান লুক! রইল টিপস!

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ চুলের স্টাইলেই বদলে যায় পার্সোনালিটি। তাই কোন হেয়ারেস্টাইলে করবেন বাজিমাত? রইল টিপস!
মুখের গড়ন, বয়স, পেশা অনুযায়ী বেছে নিতে পারেন চুলের কাট (Hair cut)। শর্ট হেয়ার স্টাইল এখন ফ্যাশনে বেশ ট্রেন্ডি। তবে আপনি বড় চুলের কাটেও গ্ল্যামারাস হয়ে উঠতে পারেন।
ইনভার্টেড স্ট্যাকড বব: চুল পড়ে গিয়ে যদি ঘনত্ব কমে গেলে বা স্পিল্ট এন্ড হলে এই হেয়ার স্টাইল বেশ মানাবে। কোঁকড়ানো চুলে এই কাট মানাবে না। চুলে ধারালো জিওমেট্রিক শেপ(Geometric shape) আসবে এই বব স্টাইলে।
এছাড়া এক্সপেরিমেন্ট করতে চাইলে অ্যাসিমেট্রিক্যাল বব, হাই স্ট্যাকড ইনভার্টেড বব, কিংবা নেপ লেন্থ বব হেয়ারস্টাইল বেছে নিতে পারেন।
সুপার স্লিক স্ট্যাক হেয়ারকাট: আপনার শরীরের গড়ন যদি ছিমছিমে হয় তবে এই হেয়ারস্টাইল আপনাকে মানাবে। যেকোনও ধরনের মুখের গড়নেই এই স্টাইল মানাবে।
এছাড়া ফেদার্ড বব, টেক্সচার স্ট্যাকড বব ছোট চুলের জন্য বেশ মানানসই।

পিক্সি: একেবারেই ছক বাঁধা হেয়ারস্টাইল করতে হলে পিক্সি কাট সবথেকে ভাল। এর সাইড সু্ইফ্ট আপনাকে ফ্রেশ লুক দেবে।
শাড়ি হোক বা ওয়েস্টার্ন, যে কোনও পোশাকের সঙ্গেই মানাবে এই হেয়ারস্টাইল,সঙ্গে একটু আত্মবিশ্বাস হলেই হবে।

Mailing List