শীতের আমেজে তৈরী করুন 'নলেন গুড়ের মুজ', রইলো রেসিপি

শীতের আমেজে তৈরী করুন 'নলেন গুড়ের মুজ', রইলো রেসিপি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: শীত মানেই নলেন গুড়। যদিও বঙ্গে এখনও শীত জাঁকিয়ে পড়েনি। তবে শীত এলেই মন চায় নলেন গুড়ের তৈরি মিষ্টি খেতে। এই সুযোগে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন নলেন গুড়ের মুজ।
সাধারণ মুজ ডিম দিয়ে তৈরি করা হয়। কিন্তু নলেন গুড়ের মুজ তৈরি করার জন্য আপনাকে ডিম ব্যবহার করতে হবে না। বরং শীতের আমেজে আপনি জমিয়ে উপভোগ করতে পারেন নলেন গুড়ের মুজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক নলেন গুড়ের মুজের সহজ রেসিপি-
নলেন গুড়ের মুজ তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ:
নলেন গুড়, ক্ষীর, পাটালি গুড়, হুইপড ক্রিম, নলেন গুড়ের কাঁচাগোল্লা, আমন্ড ও পেস্তার কুচি, মুজ় কাপ এবং পাইপিং ব্যাগ। এই সব কয়েকটি উপাদান আপনাকে পরিমাণ মতো নিতে হবে। কতজনের জন্য মুজ তৈরি করবেন, তার উপর নির্ভর করে উপকরণ নেবেন। যদিও বেশি পরিমাণ উপকরণ নিলে মুজ বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন।
নলেন গুড়ের মুজ তৈরি করার সহজ পদ্ধতি:
প্রথমে পাটালি গুড় ফুটিয়ে পাতলা করে নিন। এরপর নলেন গুড়ের সঙ্গে ক্ষীর মিশিয়ে নিন। এই মিশ্রণটি মিনিট পাঁচেকের জন্য ফ্রিজে রাখুন। এতে নলেন গুড় ও ক্ষীরের মিশ্রণটা একটু সেট হয়ে যাবে। ফ্রিজ থেকে বের করে ওই মিশ্রণের উপর এক চামচ নলেন গুড়ের লেয়ার দিন। এবার এর উপর নলেন গুড়ের কাঁচাগোল্লার লেয়ার দিন। তার উপর আবার পাটালি গুড়ের একটা স্তর দিন। এই ভাবে নলেন গুড় ও ক্ষীরের মিশ্রণের উপর মোট চারটে লেয়ার তৈরি করুন।
এবার মুজ সাজানোর পালা। হুইপড ক্রিমের সঙ্গে নলেন গুড় মিশিয়ে নিন। এবার হুইপড ক্রিমের এই মিশ্রণ পাইপিং ব্যাগে ভরে নিন। এবার এটা নলেন গুড় ও ক্ষীরের মিশ্রণের চারটে লেয়ারের উপর সুন্দর করে সাজিয়ে নিন। আপনি চাইলে হুইপড ক্রিম দিয়ে ডিজাইন বানিয়ে নিতে পারেন। শেষে উপর দিয়ে আমন্ড ও পেস্তার কুচি ছড়িয়ে দিন। এবার এই মুজটা সেট হওয়ার জন্য এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন।


