শীত আসতেই ঠোঁট ফাটছে? বাড়িতেই বানিয়ে নিন লিপ বাম 

শীত আসতেই ঠোঁট ফাটছে? বাড়িতেই বানিয়ে নিন লিপ বাম 
21 Nov 2023, 09:00 PM

শীত আসতেই ঠোঁট ফাটছে? বাড়িতেই বানিয়ে নিন লিপ বাম 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: শীতের আগমন হয়েছে। এদিকে ঠোঁটও ফাটতে শুরু করে দিয়েছে। অনেকেই ঠোঁট ফাটা থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করছেন। তবে বাড়িতেই খুব সহজে লিপ বাম তৈরি করতে পারেন- 

* একচামচ গোলাপ জলে একটা ভিটামিন ই ট্যাবলেট মিশিয়ে নিন। এবার একটি শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন। রাতে ঘুমানোর আগে এই তরল ঠোঁটে মেখে হালকা হাতে ম্যাসাজ করুন। এতে ঠোঁটের শুষ্কতা কমবে এবং উজ্জ্বল হবে।

* দু'চামচ অ্যালোভেরা (Alovera)জেলের মধ্যে মিশিয়ে নিন একচামচ মধু। রাতে ঘুমানোর আগে ঠোঁটে লাগিয়ে মাসাজ করুন। ঠোঁট ফাটা কমবে।

* এক চামচ গ্লিসারিনের সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। তরলটি শিশির মধ্যে মিশিয়ে রাখুন ফ্রিজে। বাইরে বের হওয়ার আগে ঠোঁটে মেখে নিন। দেখবেন ঠোঁট ফাটার সমস্যা দূর হবে।

* একটা ছোট্ট শিশিতে মধু ভরে রাখুন। বাইরে বের হলে ব্যাগে রাখুন। যখনই ঠোঁট (lip)শুকিয়ে যাবে, তখনই ঠোঁটে লাগিয়ে ফেলুন।

 

Mailing List