বিয়েবাড়ির স্টাইলে বাড়িতে তৈরী করুন খাসির মাংস, রইলো রেসিপি

বিয়েবাড়ির স্টাইলে বাড়িতে তৈরী করুন খাসির মাংস, রইলো রেসিপি
03 Dec 2022, 09:18 PM

বিয়েবাড়ির স্টাইলে বাড়িতে তৈরী করুন খাসির মাংস, রইলো রেসিপি

আনফোল্ড বাংলা প্রতিবেদন: বিয়েবাড়ির সব ধরনের পদই হয় সুস্বাদু। তবে ঘরে রান্না করতে গেলে আবার তেমন সুস্বাদু হয় না, তা যতই আপনি মসলার ব্যবহার করুন না কেন! বিয়েবাড়ির খাসির মাংসের কথা মনে পড়লে অনেকেরেই জিভে জল চলে আসে। চাইলে কিন্তু খুব সহজে আপনিও ঘরে বিয়েবাড়ি স্টাইলে রাঁধতে পারবেন খাসির মাংস। দেখে নিন কিভাবে-

উপকরণ:

১. খাসির মাংস ১ কেজি

২. টকদই আধা কাপ

৩. আদা বাটা ১ টেবিল চামচ

৪. রসুন বাটা ১ চা চামচ

৫. শুকনো মরিচের গুঁড়া ২ চা চামচ

৬. হলুদ গুঁড়া আধা চা চামচ

৭. ধনে গুঁড়া ২ চা চামচ

৮. গরম মসলার গুঁড়া ১ চা চামচ

৯. কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ

১০. পেঁয়াজ বেরেস্তা আধা কাপ

১১. সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ

১২. তেল ১/৪ কাপ

১৩. ঘি ১/৪ কাপ

১৪. লবণ স্বাদমতো

১৫. চিনি ১/৪ চা চামচ ও

১৬. আস্ত কাঁচা মরিচ ৬টি।

পদ্ধতি:

একটি বাটিতে টকদই নিয়ে তার মধ্যে সব মসলা ভালো করে মিশিয়ে নিন। এরপর গ্যাসে প্যান বসিয়ে তেল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন। এবার মাংস দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখুন। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে দিয়ে দিন বেরেস্তা। এরপর আরও একবার ভালো করে কষিয়ে নিন। এরপর ২-৩ কাপ গরম জল দিয়ে অল্প আঁচে মাংস সেদ্ধ করতে দিন। সেদ্ধ হয়ে এলে এর মধ্যে চিনি ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে নামিয়ে নিন। এরপর পরিবেশন করুন গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে খাসির মাংসের এই পদ।

Mailing List