মেকআপেই বানিয়ে ফেলুন সুন্দর চোখ

মেকআপেই বানিয়ে ফেলুন সুন্দর চোখ
01 Jun 2023, 07:00 PM

মেকআপেই বানিয়ে ফেলুন সুন্দর চোখ

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ চোখ হল মনের আয়না। মনের কথা, আনন্দ প্রকাশ পায় চোখের তারায়। তাই যে কোনও মরসুমে আপনার চোখের সাজ যেন হয় নজরকাড়া।

চোখ দুটো একটু সুন্দর করে আঁকুন। এতেই কেল্লাফতে। টিনএজারদের জন্য বলব দিনের বেলা কাজলই যথেষ্ট। ইচ্ছে হলে সরু আই লাইনার আর মাসকারা লাগাতে পারেন। গর্জাস মেকআপের জন্য আইশ্যাডো কিন্তু মাস্ট।

স্মোকি আইজ এখন, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়্যারের সঙ্গে খুব ভাল লাগে। শুধু কালো নয়, ডার্ক ব্রাউন, পার্পল, গ্রিন বা ব্লু দিয়েও স্মোকি আইজ(smoky eyes) করতে পারেন। এরজন্যই চাই একই রঙের দুটো শেড। একটা একটু লাইট শেড আর একটা ডার্ক। যেমন ধরুন ডার্ক ব্রাউন আর ব্ল্যাক রঙের আইশ্যাডো।

মেকআপ ব্রাশের সাহায্যে আপার ও লোয়ার আইলিডের কর্নারে এবং ভ্রু-র ঠিক নীচে, অর্থাৎ ব্রো বোনে সুন্দর করে লাইট টোনের আইশ্যাডোটা(eye shadow) লাগিয়ে নিন। এরপর ডার্কশেডটা নিয়ে আইলিডের মাঝখান থেকে লাগিয়ে ভাল করে ব্লেড করে নিন।

এবার চোখের ওপরের পাতায় কাজল লাগিয়ে স্মাজ করে নিন। শেষে চোখের পাতায় মাসকারা লাগান

এক মিনিট অপেক্ষা করে আরও এক কোট মাশকারা লাগিয়ে ব্রাশ করে নিন। ইচ্ছে হলে ফলস আইল্যাশও ব্যবহার করতে পারেন।

স্মোকি আইজ ছাড়াও আই মেকআপ নিয়ে নানারকমের এক্সপেরিমেন্ট করতে চাইলে লাইনার দিয়ে চোখের কোণে (আউটার) স্ক্যোয়ার, রেক্ট্যাঙ্গল বা শার্প এক্সটেনশনও এঁকে নিতে পারেন। স্মার্ট লাগবে দেখতে।

 

Mailing List