তরমুজের ফেলা দেওয়া ভেতরের অংশ দিয়ে বানিয়ে নিন অসাধারণ স্বাদের মোরব্বা, রইলো রেসিপি

তরমুজের ফেলা দেওয়া ভেতরের অংশ দিয়ে বানিয়ে নিন অসাধারণ স্বাদের মোরব্বা, রইলো রেসিপি
15 Jun 2022, 05:57 PM

তরমুজের ফেলা দেওয়া ভেতরের অংশ দিয়ে বানিয়ে নিন অসাধারণ স্বাদের মোরব্বা, রইলো রেসিপি

আনফোল্ড বাংলা প্রতিবেদন: তরমুজের ভেতরের অংশ মজা করে খেলেও আমরা এর খোসাকে পুরোপুরি বাদ দিয়ে দেই। কিন্তু এই খোসা দিয়েই তৈরি করা যায় সুস্বাদু অনেক ধরনের খাবার। চমত্‍কার স্বাদের মোরব্বাও তৈরি করা যায় তরমুজের খোসা দিয়েই। একবার রেসিপি শিখে নিলে আর তরমুজের খোসা ফেলবেন না। চলুন তবে জেনে নেওয়া যাক তরমুজের খোসা দিয়ে মোরব্বা তৈরির রেসিপি-

উপকরণ:

তরমুজের খোসা (টুকরা করা)- দেড় কাপ

চিনি- ২ কাপ

তেজপাতা- ২ টি

এলাচ- ২ টি

দারুচিনি ২ টুকরা

পদ্ধতি:

তরমুজের বাইরের দিকের সবুজ আবরণটি কেটে বাদ দিন। এরপর তরমুজের খোসা টুকরা করে নিন। টুকরা করে নেওয়া তরমুজের খোসার উভয় পাশ কাঁটা চামচ অথবা টুথ পিক দিয়ে ছিদ্র করে নিন। গ্যাসে জল দিয়ে তাতে টুকরাগুলো সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে জল ছেঁকে নিন। এবার টুকরাগুলোকে চেপে ভেতর থেকে জল বের করে নিন।

একটি প্যানে জল, চিনি, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে চিনির সিরা তৈরি করে নিন। সিরায় বুদবুদ উঠতে শুরু করলে তাতে তরমুজের খোসাগুলো দিয়ে জ্বাল দিতে থাকুন। ঘন হওয়া পর্যন্ত জ্বাল দিতে হবে। ঘন হয়ে গেলে নামিয়ে নিন। ঠান্ডা করে এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করুন। এই মোরব্বা ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারবেন।

Mailing List