আহমেদাবাদে উন্মাদনা তুঙ্গে, পাল্লা দিয়ে বাড়ছে হোটেল ভাড়া ও টিকিটের দাম
আহমেদাবাদে উন্মাদনা তুঙ্গে, পাল্লা দিয়ে বাড়ছে হোটেল ভাড়া ও টিকিটের দাম
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ১২ বছর পর আবার বিশ্বকাপের ফাইনালে ভারত।স্বভাবতই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে চরচড়িয়ে বাড়ছে টিকিটের দাম। ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম নাকি প্রায় ২ লক্ষ টাকা ছুঁয়ে ফেলেছে!
চলতি বিশ্বকাপে অসামান্য ফর্মে রয়েছে ভারত। টানা ১০টি ম্যাচ জিতেছে তারা। বিপক্ষ যেই হোক না কেন, বিরাট কোহলি-রোহিত শর্মা-মহম্মদ শামি সহ বাকিদের প্রবল পরাক্রমের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে সমস্ত দল।
আহমেদাবাদের পুলিশ কমিশনার জ্ঞানেন্দ্র সিং মালিক বলেছেন, 'অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল দেখতে আহনমেদাবাদে আসবেন।
তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যায় আমাদের একটি মহড়া হবে। আমি মানুষকে যানজট এড়াতে মেট্রো ব্যবহার করার জন্য অনুরোধ করছি। মেট্রো রাত একটা পর্যন্ত চালু থাকবে।'
পাল্লা দিয়ে বাড়ছে হোটেলের ভাড়া। শনিবার সকালে যে হোটেলের ভাড়া ছিল ৫০০০ টাকা, সেটা দুপুর গড়াতেই তিনগুণ। এত গেল সাধারণ হোটেলের কথা। একদিনের জন্য পাঁচতারা হোটেলের ভাড়া প্রায় দু"লক্ষ ছুঁইছুঁই। রমরমিয়ে ব্যবসা করছে হোটেল মালিকরা। যার ফলে বিপদে পড়তে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। যারা অনেক আগে থেকে কম ভাড়ায় হোটেল বুক করে রেখেছিল, শেষ মিনিটে সেই বুকিং বাতিল করে দেওয়া হচ্ছে। অগত্যা বাধ্য হয়েই তার তিনগুণ দামে সেই একই হোটেল বুক করতে বাধ্য হচ্ছে সমর্থকরা।


