পুজোর থিমেও মদন মিত্র!

পুজোর থিমেও মদন মিত্র!
08 Sep 2023, 06:40 PM

পুজোর থিমেও মদন মিত্র!

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

এবার পুজোয় সম্পূর্ণ নতুন অবতারে দেখা যাবে তৃণমূল নেতা বিধায়ক মদন মিত্রকে। এবার তিনি নিজেই হাওড়ার লিলুয়ার একটি দুর্গাপুজোর থিম। উদ্যোক্তাদের কথায়, "মদন মিত্র রাজনীতিবিদ। মদন মিত্র জনপ্রিয় তৃণমূল নেতা। মদন মিত্র বিধায়ক। মদন মিত্র গায়ক। মদন মিত্র টলিউড সিনেমার অভিনেতা। এবার দুর্গাপুজোর থিমেও মদন মিত্র।" হাওড়ার লিলুয়া সোশ্যাল ইনস্টিটিউশন অফ ইয়ুথ পুজো কমিটি এবার জনপ্রিয় "ওঃ লাভলি" খ্যাত মদন মিত্রকে নিয়ে ৩৩তম দুর্গাপূজার থিম করতে চলেছেন। সেখানে মদন মিত্র এক জমিদার। তিনি বাড়িতে দুর্গাপুজো করছেন। মায়ের মূর্তির পায়ের কাছে থাকছে মদন মিত্রের মূর্তিও। বৃহস্পতিবার খুঁটি পুজোর দিন রাজকীয় সিংহাসনে বসে স্বয়ং মদন মিত্র এই থিমের কথা ঘোষণা করেন।

Mailing List