ফিফার শাস্তির খাড়া, চাপেও পদত্যাগে নারাজ লুইস রুবিয়ালেস

ফিফার শাস্তির খাড়া, চাপেও পদত্যাগে নারাজ লুইস রুবিয়ালেস
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: প্রবল চাপেও পদত্যাগে নারাজ লুইস রুবিয়ালেস। শুক্রবার ফুটবল ফেডারেশনের বৈঠকে রুবিয়ালেস বার বার বলেন, “আমি ইস্তফা দেব না। সামাজিক ভাবে আমাকে খুন করা হচ্ছে।” রবিবার ফাইনালের পরই চুমু-বিতর্ক ঘটে। সোমবার সেই ঘটনার জন্য ফিফার কাছে ক্ষমা চেয়ে নেন রুবিয়ালস। কিন্তু তা গ্রহণ করেনি ফিফা। বৃহস্পতিবার রুবিয়ালসের বিরুদ্ধে তদন্ত শুরু করে ফিফা।
তাঁর এই আচরণের জন্য এবার স্প্যানিশ এফএ প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পথে ফিফা।বৃহস্পতিবার বিকেলে জারি করা এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘২০২৩ সালের ২০ অগস্ট ফিফা মহিলা বিশ্বকাপের ফাইনালের সময়ে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লুইস রুবিয়ালেস যে ঘটনা ঘটিয়েছেন, তার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করছে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি।’
গত রবিবার সিডনিতে মহিলা বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিতর্কে জড়িয়ে পড়েন স্প্যানিশ ফুটবল সংস্থার প্রধান। দলের মিডফিল্ডার জেনিফার হারমোসো জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দেন স্পেনের ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রধান।এই ঘটনা ভালোভাবে নেননি হারমোসো। সাজঘরে ফিরে জানান, রুবিয়ালেসের এই ব্যবহার তার ভালো লাগেনি। হারমোসোর সেই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক।
যার পরেই এই বিতর্ক শুরু হয়। হয় বিক্ষোভ অনেকেই রুবিয়ালেসের পদত্যাগের দাবি করেন। তবে এই বিষয়ে তিনি ক্ষমা চেয়ে একটি ভিডিও ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রুবিয়ালেস বলেন, 'আমার কাছে ক্ষমা চাওয়া এবং এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এরপর থেকে ফেডারেশনের প্রতিনিধিত্ব করার সময় আমাকে আরও সতর্ক থাকতে হবে। অবশ্যই আমি ভুল করেছি। আমাকে তা স্বীকার করতেই হবে।’


