কালো রং পছন্দ? কালো পোশাকে কিভাবে নিজেকে আকর্ষনীয় করবেন? টিপস দিলেন অধরা

কালো রং পছন্দ? কালো পোশাকে কিভাবে নিজেকে আকর্ষনীয় করবেন? টিপস দিলেন অধরা
10 Aug 2023, 11:15 AM

কালো রং পছন্দ? কালো পোশাকে কিভাবে নিজেকে আকর্ষনীয় করবেন? টিপস দিলেন অধরা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: পোশাকের ক্ষেত্রে কার যে কোন রং পছন্দ কে বলতে পারে? আবার কথায় রয়েছে, আপ রুচি খানা। কিন্তু পরতে গেলে? পর রুচি পরনা। সেটাও তো মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে শুধু নিজের রুচি থাকলে চলবে না, অন্যের কাছে মেলে ধরতে হবে তো।

ধরা যাক, আপনার পছন্দের রং কালো। কিংবা সেদিন ইচ্ছে হয়েছে কালো রঙের পোশাক পরবেন। কিন্তু কিভাবে কালো রঙের পোশাকে নিজেকে মেলে ধরবেন? তার সঙ্গে কেমন ব্লাউজ পরবেন? লিপস্টিকই বা কোন রঙের হবে। সঙ্গে নেল পলিশ, কপালের টিপ? চুলটাই বা কিভাবে রাখবেন? আর নিজেকে মেলে ধরবেন কিভাবে? এবার সেই টিপস দিলেন অধরা। অধরা নিজেই কালো রঙের পোশাক পরে নিজেকে সাজিয়ে ফেললেন। এবার দেখে নিন অধরার সাজ। তারপর না হয়, আপনিও চেষ্টা করবেন।

কী কেমন লাগলো? এবার নিশ্চয় বিষয়টি সহজ হয়ে গিয়েছে আপনার কাছে। এবার আপনিও কালো রঙের পোশাকে মেলে ধরতে পারবেন নিজেকে। অন্যদের থেকে অনেকটাই আলাদা করে ফেলতে পারবেন এবং সকলের ‌নজর কাড়বেন, তা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না।

Mailing List