তালাবন্ধ প্রেক্ষাগৃহে জ্বললো আলো! চন্দননগরের 'শ্রী দুর্গা ছবিঘর'-এ তালা খুলল 'প্রজাপতি'র হাত ধরে

তালাবন্ধ প্রেক্ষাগৃহে জ্বললো আলো! চন্দননগরের 'শ্রী দুর্গা ছবিঘর'-এ তালা খুলল 'প্রজাপতি'র হাত ধরে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: দেশের একাধিক রাজ্যে নতুন করে কর্মসংস্থান হয়েছে শাহরুখ খান এবং যশরাজ ফিল্মসের দৌলতে। কারণ 'পাঠান'-এর জন্য বহু বছর বাদে আলোর মুখ দেখেছে তালাবন্ধ প্রেক্ষাগৃহ। সেই ২৪টি হলের তালিকা নিজেই প্রকাশ করেছিলেন বাদশা। এবার সেই তালিকায় নতুন সংযোজন। পশ্চিমবঙ্গের চন্দননগরের 'শ্রী দুর্গা ছবিঘর'-এও আলো জ্বলে উঠেছে নতুন করে। কিন্তু তার কৃতিত্ব শাহরুখের নয়। খাস বাংলার দুই সুপারস্টার দেব এবং মিঠুন চক্রবর্তীর।
দেব-মিঠুন অভিনীত 'প্রজাপতি' ছবিটি এই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবি দেখানো হচ্ছে এই হলে। তালা খোলা হল বহু বছর ধরে বন্ধ থাকা এই প্রেক্ষাগৃহ। আর তারই ছবি তুলে পোস্ট করছেন নেটিজেনরা। দেবের একটি ফ্যানপেজ থেকে এই প্রেক্ষাগৃহের ছবি পোস্ট করে লেখা হয়েছে, 'শাহরুখ খানের 'পাঠান'-এর জন্য সারা ভারতবর্ষে ২৫টি সিঙ্গল স্ক্রিন আবার খুলেছে, খুবই আনন্দের বিষয়।
কিন্তু সেখানে বাংলার কোনও হলের নাম না থাকায় কিছুটা হলেও দুঃখ পেয়েছিলাম... কিন্তু সেই দুঃখ কিছুটা হলেও কমিয়ে দিল এই খবরটা.... এভাবেই আবার বাংলা জুড়ে ফিরতে থাকুক সিঙ্গেল স্ক্রিনগুলো... এই হলে আজ থেকে শুধুমাত্র 'প্রজাপতি' চলবে.... যারা চন্দননগরে বা কাছাকাছি থাকো , সবাইকে আহ্বান জানাচ্ছি, শ্রী দুর্গা ছবিঘর-এ বাংলা সিনেমা দেখে আবার সিঙ্গেল স্ক্রিনের রমরমা ফিরিয়ে আনুন।' প্রযোজক রানা সরকার এই ছবি শেয়ার করে ফেসবুকে লিখেছেন, 'বন্ধ হয়ে যাওয়া এই সিনেমা হলটা খুলেছে বাংলা সিনেমার হাত ধরে।'
অন্যদিকে দেশে সাড়ে পাঁচ হাজার এবং বিদেশে প্রায় আড়াই হাজার স্ক্রিনে দেখানো হচ্ছে 'পাঠান'। আর এই ছবির কারণে রোজগার বেড়েছে অনেক মানুষের। যে সমস্ত সিঙ্গল স্ক্রিন দিনের পর দিন তালাবন্ধ হয়ে গিয়েছিল, সেগুলির মালিক এবং কর্মচারীরা আবার কর্মসংস্থান হল বাদশার দৌলতে। যেখানে চলচ্চিত্র জগতে মাল্টিপ্লেক্স চলে আসায় সিঙ্গল স্ক্রিনের বাজার বন্ধ হয়ে যাচ্ছিল, সেখানে যশরাজ ফিল্মসের এই সিদ্ধান্তে নতুন করে আলোর মুখ দেবে বিলুপ্ত হয়ে যাওয়া সিঙ্গল স্ক্রিন সংস্কৃতি।


