হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল লিভারপুল

হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল লিভারপুল
18 Jan 2023, 03:45 PM

হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল লিভারপুল

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: অবশেষে জয়ে ফিরল লিভারপুল। ইপিএলে দুটি ম্যাচে হারলেও এফএ কাপে জয়ের ধারা ধরে রাখল যুর্গেন ক্লপের দল। উলভসকে ১-০ গোলে হারাল লিভারপুল। আগের ম্যাচের একাদশে আটটি পরিবর্তন এনে এই ম্যাচে দল সাজিয়েছিলেন ক্লপ। এই ঢালাও পরিবর্তনের অংশ হিসেবে এলিয়টকে মাঠে নামিয়ে ফলটা হাতেনাতেই পেলেন ক্লপ। ম্যাচের শুরুতে বিদ্যুৎ-বিভ্রাটের কারণে খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। তবে লিভারপুলের দর্শকদের হতাশ হতে হয়নি। ১৩ মিনিটে চোখ ধাঁধানো গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন ১৯ বছর বয়সী মিডিও এলিয়ট। এরপর গোটা ম্যাচে গোলের সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেনি লিভারপুল ফুটবলাররা। গোলের লক্ষে সালাহকে নামালেও স্কোর লাইনে কোনও পরিবর্তন হয়নি। জয় পাওয়ায় স্বস্তি ফিরল লিভারপুল শিবিরে।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ায় বাড়তি অ্যাডভান্টেজ পায় লিভারপুল। দাপটের সঙ্গে খেলতে থাকে তারা। কিন্তু দুঃখের বিষয় হল, ম্যাচে আর কোনও করতে পারেনি ক্লপের শিষ্যরা। প্রথমার্ধে করা গোলেই ম্যাচ জিতে নেয় লিভারপুল। অবশ্য উলভসের ফুটবলাররা অনেক চেষ্টা করে ম্যাচের মধ্যে ফেরার জন্য। কিন্তু লিভারপুলের ডিফেন্সকে কোনও ভাবেই ভাঙতে পারেনি তারা।

 শেষ পর্যন্ত জয় পাওয়ার পর লিভারপুল কোচ ক্লপ বলেছেন, ‘মনে হচ্ছে ভালো খেলে জয়ের অনুভূতিটা টের পেয়েছিলাম কয়েক যুগ আগে। আমাদের শেষ পর্যন্ত লড়তে হয়েছে, তবে ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পেরেছি।’ এফএ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনের মুখোমুখি হবে লিভারপুল। প্রিমিয়ার লিগে গত শনিবার এই দলের কাছেই পর্যুদস্ত হয়েছিল ক্লপের দল।

Mailing List