গৃহ সজ্জায় থাকুক ফেং শুই

গৃহ সজ্জায় থাকুক ফেং শুই
31 May 2023, 06:45 PM

গৃহ সজ্জায় থাকুক ফেং শুই

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ঘরের শান্তি হল আসল। বাড়ি ভরতি সাজানো ফার্নিচার(furniture) বা শৌখিন জিনিস থাকলেও তা শান্তি বা সঠিক এনার্জি নিয়ে আসতে পারে না। সঠিক ফেং শুই-এর প্রভাবে আপনার বাসগৃহে প্রবেশ করবে ভালো শক্তি। জেনে নিন সেই টিপস- 

কাঠের জিনিসপত্র ঘরের কোন কোণে রাখবেন

আপনার ঘরের যে তিনটি ফেং শুই জায়গা সবচেয়ে ভালো, সেগুলি হলো-

  • পূর্ব দিক
  • দক্ষিণ-পূর্ব দিক
  • দক্ষিণ

কাঠের জিনিস পত্র যে কোণে রাখবেন না

  • উত্তর
  • দক্ষিণ-পশ্চিম
  • উত্তর-পূর্ব

কী রাখবেন

ঘরের নির্দিষ্ট কোণে কাঠের আকৃতির শো পিস, কাঠের তাক, আসবাবপত্র ও অন্যান্য ঘর সাজানোর জিনিসও রাখতে পারেন।

শুভ রং

সবুজ, বাদামী

কী ফল

গৃহ শয্যায় কাঠ ফেং শুই(feng shui) এলিমেন্ট রাখলে আপনার জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। পাশাপাশি আপনার বাড়িতে প্রবেশ করবে ভালো এবং শুভ শক্তি।

Mailing List