পুজোর ছুটিতে ডেস্টিনেশন হোক লেপচাখা 'হেভেন অফ ডুয়ার্স'

পুজোর ছুটিতে ডেস্টিনেশন হোক লেপচাখা 'হেভেন অফ ডুয়ার্স'
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ আপনার কি ট্রেক করতে ভালো লাগে? এবার পুজোয় আপনার ভ্রমণের স্মৃতিতে জুড়ে যেতে পারে লেপচাখার নাম। চড়াই,উৎড়াই পথ ধরে ট্রেক করে লেপচাখায় গেলেই দেখতে পাবেন স্বর্গীয় দৃশ্য।
আলিপুরদুয়ার থেকে প্রায় ৩০ কিলোমিটারের পথ হলো সান্তালাবাড়ি। রাজাভাতখাওয়া দিয়ে পৌঁছতে হবে সন্তালাবাড়ি। রাজাভাতখাওয়ার চেকপোস্টে অনুমতি পত্র নিয়ে এগোতে হবে। সেই অনুমতি পত্র কিন্তু সঙ্গে রাখতে হবে। হারিয়ে ফেললে হবে না।
সান্তালাবাড়ি থেকে আরও ১৫ কিলোমিটার গেলে ভিউ পয়েন্ট। ছোট পার্ক আছে এখানে। শাল, সেগুনের জঙ্গল ধরেই করুন ট্রেকিং। চড়াই-উৎরাই রাস্তা এটি। জিরো পয়েন্ট থেকে এই পার্কে আসতে হাঁটতে হবে ৩ কিমি। এই পথ ধরে প্রায় ৫ কিমি হাঁটলেই পৌঁছে যাবেন বক্সা ফোর্টে।
বক্সা ফোর্ট থেকে আরও ৩ কিমি হাঁটলেই পৌঁছে যাবেন গন্তব্যে। পাহাড়ের কোলে সুন্দর গ্রাম লেপচাখা (Lepchakha)। ট্রেক করে পৌঁছনোর পর এলাকার নৈসর্গিক দৃশ্য দেখলেই সমস্ত কষ্ট দুর হয়ে যাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে এটি প্রায় ৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত লেপচাখা। এটি ভুটান সীমান্তে অবস্থিত একটি গ্রাম। গ্রামের মাঝে রয়েছে একটি তিব্বতি গুম্ফা (Gumpha)। সকাল শুরু হয় বৌদ্ধভিক্ষুদের প্রার্থনার আওয়াজে।
এলাকার বাসিন্দারা হোম স্টে-র ব্যবসা করেন। হোম স্টে-র ভাড়া দিন প্রতি ৫০০ টাকা। রাত আট’টার মধ্যে আপনাকে রাতের খাবার খেয়ে নিতে হবে। ১৫০ টাকা দিলেই বনফায়ারের সামগ্রী এনে দেবেন গ্রামবাসীরাই।


