কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের ৯২তম জন্মবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত বাংলাদেশে

কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের ৯২তম জন্মবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত বাংলাদেশে
07 Apr 2023, 10:37 AM

কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের ৯২তম জন্মবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত বাংলাদেশে

 

আনফোল্ড বাংলা ঢাকা ব্যুরো: ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুচিত্রা সেনকে তার ৯২তম জন্মবার্ষিকীতে স্মরণ করলেন বাংলাদেশের সংগঠন ও বিশিষ্টজনেরা। কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের ৯২তম জন্মবার্ষিকী ৬ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশের পাবনা জেলায় পালিত হয়েছে।

১৯৩১ সালের আজকের দিনে জন্মগ্রহণকারী মহান চলচ্চিত্র ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানাতে পাবনা জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংগ্রাম পরিষদ পাবনায় তার পৈতৃক বাড়িতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। পাবনা ডিসি কার্যালয় থেকে সুচিত্রা সেনের বাড়ি পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  এ উপলক্ষে আলোচনা সভা, সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

আলোচনায় অংশ নেন পাবনার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনেরা। এসময় উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাশেল হোসেন, জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।  স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক নরেশ মধু সুচিত্রা সেন সংগ্রাম পরিষদের সেক্রেটারি।

 এ উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন সুচিত্রা সেনের কন্যা প্রখ্যাত অভিনেত্রী মুনমুন সেন। পাবনার মানুষ সুচিত্রা সেনকে এত উষ্ণতা ও মমতায় স্মরণ করায় তিনি উচ্ছাস প্রকাশ করেন।

আইকনিক চলচ্চিত্র অভিনেত্রী সুচিত্রা সেন বাংলা ও হিন্দি উভয় সিনেমাতেই কাজ করেছেন।  উত্তম কুমারের সাথে তার পর্দায় উপস্থিতি বাংলা সিনেমায় ক্লাসিক যুগ হিসেবে গণ্য হয়।  ‘সাড়ে চুয়াত্তর’, ‘দীপ জ্বেলে যায়’, ‘উত্তর ফাল্গুনী’, ‘সাত পাকে বাঁধা’ এবং ‘পথে হলো দেরি’ তাকে ভারত ও বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে একজন কিংবদন্তি ব্যক্তিত্বে পরিণত করেছে। তিনিই প্রথম বাঙালি অভিনেত্রী যিনি ১৯৬৩ সালে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে 'সাত পাকে বাঁধা' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পান।  তিনি ১৯৭২ সালে পদ্মশ্রী পুরষ্কার পেয়েছিলেন কিন্তু জনসাধারণের দৃষ্টির বাইরে থাকার জন্য তিনি ২০০৫ সালে 'দাদাসাহেব ফালকে পুরস্কার' প্রত্যাখ্যান করেছিলেন।

১৭ জানুয়ারী ২০১৪ সালে ৮২ বছর বয়সে এই স্বনামধন্য অভিনেত্রী কলকাতায় মারা যান।

Mailing List